আলীকদমে নিরাপদ সড়ক সপ্তাহ পালিত
॥ সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, আলীকদম ॥
“আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি” এই প্রতিপাদ্যের আলোকে নিরাপদ সড়ক সপ্তাহ উপলক্ষে বান্দরবানের আলীকদম উপজেলা প্রশাসনের আয়োজন র্যালি ও উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুর ১২টায় আলীকদম উপজেলার বাসটার্মিনাল চত্বরে আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহরুবা ইসলাম এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দুংড়ি মং মার্মা’র নেতৃত্বে পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ,পরিবহন চালক ও যাত্রীরা র্যালি ও উন্মুক্ত আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
র্যালি শেষে আলীকদম উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমর রঞ্জন বড়ুয়ার সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহরুবা ইসলাম ও জেলা পরিষদ সদস্য দুংড়ি মং মার্মা সড়ক নিরাপদ রাখতে নিজে নিরাপদ থাকতে, যাত্রীর নিরাপত্তার বিষয়ে চালকদের করনীয় এবং সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের দুর্ভোগের কথা আলোচনা সভায় তুলে ধরেন।
এসময় বাস, জীপ, ট্রাক মালিক সমিতি, মোটর বাইক এবং টমটম মালিক ও চালক সমিতির নেতৃবৃন্দ সহ সাধারণ যাত্রীরা উপস্থিত ছিলেন।
উন্মুক্ত আলোচনা সভায় প্রতিটি গাড়িতে গাড়ির বৈধ-কাগজ পত্র, ভাড়ার তালিকা, পানি ও ফাস্টএইড বক্স রাখার জন্য বলা হয়। বাস ও জিপ, ট্রাক চালকদের উদ্দেশ্যে মালিক সমিতির মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ ও নবায়ন করা ও ব্যবস্থা গ্রহণ, যাত্রী ছাউনির পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা এবং যাত্রী হয়য়ানি রোধে টিকেট এর উপর যোগাযোগ, অভিযোগের মোবাইল নাম্বার প্রদান করতে নির্দেশনা প্রদান করা হয়।