এনসিটিএফ রাঙ্গামাটির আয়োজনে বড়দের সাথে শিশুদের মুখোমুখি সংলাপ অনুষ্ঠিত
॥ নিজস্ব প্রতিবেদক ॥
বিশ্ব শিশু অধিকার সপ্তাহ ২০২২ উপলক্ষে “গড়বে শিশু সোনার দেশ, ছড়িয়ে দিয়ে আলোর রেশ” প্রতিপাদ্যে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ), রাঙ্গামাটি জেলা শাখার আয়োজনে বড়দের সাথে শিশুদের মুখোমুখি সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ অক্টোবর) দুপুরে রাঙ্গামাটি পৌরসভা কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাঙ্গামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জামাল উদ্দিন, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি আলমগীর মানিক। ইয়েস বিডি ভলান্টিয়ার মোঃ ইকবাল হোসেন’র সঞ্চালনায় ও এনসিটিএফ রাঙ্গামাটি সভাপতি তোফাজ্জল হোসেন’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক প্রিয়ন্তি ত্রিপুরা।
অনুষ্ঠানে এনসিটিএফ সদস্যরা শিশুর প্রতি সহিংসতা, বাল্যবিবাহ প্রতিরোধ, শিশু অধিকার পরিস্থিতি, পৌরসভার টিকাদান ও জন্মনিন্ধন বিষয়ে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
পরে শিশুদের প্রশ্নের উত্তরে অতিথিরা সমস্যাগুলো সমাধানে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।