মাটিরাঙ্গায় বিজিবি’র অভিযানে ৮ ভারতীয় গরু জব্দ
॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার পলাশপুর বিজিবি জোনের অভিযানে ৮টি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪০ বিজিবি)। রবিবার (২৩ অক্টোবর) ভোরের দিকে মাটিরাঙ্গা উপজেলাধীন বেলছড়ি ইউনিয়নের দক্ষিণ শান্তিপুর হাজীপাড়া নামক স্থান থেকে মালিকহীন ভারতীয় গরু জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, অবৈধ পথে ভারত থেকে গরু সীমান্ত পথে বাংলাদেশে আনা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে বেলছড়ি বিওপি’র টহল কমান্ডার নায়েব সুবেদার শহিদুর রহমান এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে বিজিবি।পরে একই এলাকায় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা গরু রেখে পালিয়ে যান। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে গরুগুলো জব্দ করে বিজিবি। আটককৃত ৮টি গরুর আনুমানিক মূল্য ৪ লাখ পাঁচ হাজার টাকা।
খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি), পলাশপুর জোন অধিনায়ক লে.কর্নেল সোহেল আহমেদ চোরাকারবারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে জানিয়ে বলেন, জব্দ করা ভারতীয় গরুগুলো সীতাকুণ্ড কাস্টমস অফিসের মাধ্যমে যথাযথ কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।