উপজেলার মধ্যে সড়ক যোগাযোগের নতুন দিগন্ত সৃষ্টি হবে: রাজস্থলীতে দীপংকর
॥ আজগর আলী খাঁন, রাজস্থলী ॥
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার ২নং গাইন্দ্যা ইউনিয়নের গোল পাহাড় হতে বালুমুড়া বান্দরবান সীমান্ত পর্যন্ত ৭ কিলোমিটার সংযোগ সড়কের ভিত্তির প্রস্তর উদ্বোধন করা হয়েছে। খাদ্য মন্ত্রণালয় সম্প্রর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটি আসনের সাংসদ দীপংকর তালুকদার, এমপি। রবিবার (২৩ অক্টোবর) সকালে তিনি রাজস্থলী উপজেলার ২ নম্বর গাইন্দ্যা ইউনিয়ন গোল পাহাড় বালুমুড়া মারমা পাড়া সড়কের এ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করে। উক্ত সড়কটি রাজস্থলী বান্দরবান উপজেলার মধ্যে যোগাযোগ ও বাণিজ্য ক্ষেত্রে নতুন দিগন্ত সৃষ্টি হবে। এতে করে অবহেলিত লোকজনের কষ্টদূরসহ পর্যটনশিল্প, ব্যবসা-বাণিজ্য ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন ঘটবে।
উদ্বোধনী অনুষ্ঠানে রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য অংসুইচাইন চৌধুরী, নিউচিং মারমা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা দুই নম্বর গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, বাঙালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা, পুলুক বড়ুয়া, উথোয়াইমিন মারমা, সাংগঠনিক সম্পাদক অংছাইনু মারমা, চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী সহ স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামী লীগ ও অঙ্গ- সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি দীপংকর তালুকদার বলেন, পার্বত্য চট্রগ্রাম অঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়নের মাধ্যমে জাতির পিতার সুখী -সমৃদ্ধ ও শান্তিপূর্ণ স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলতে সবাই কে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। তিনি আরো বলেন, পার্বত্য অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য বিদ্যুৎ যোগাযোগ, অবকাঠামো সহ সকল খাতের উন্নয়নে সরকার আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছে। পরে দীপংকর তালুকদার, এমপি রাবার বাগান পাড়ায় ব্যক্তিগত রাবার উৎপাদন ফ্যাক্টরীও উদ্বোধন করেন।