আলীকদম ও থানচি দুই উপজেলায় পর্যটকদের যাতায়াতের নিষিদ্ধ
॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥
পর্যটন নগরী বান্দরবান। এই জেলায় রয়েছে প্রাকৃতিক ভান্ডার। কিন্তু আধিপত্য বিস্তার মূলক টহল কার্যক্রম পরিচালনা এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখার লক্ষ্যে থানচি ও আলীকদম দুই উপজেলায় পর্যটকদের জন্য অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন। বুধবার(২৩ অক্টোবর) বিকালে বান্দরবান জেলা প্রশাসক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
এ বিষয়ে নিশ্চিত করেছেন থানচি উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল মনছুর ও আলীকদম নির্বাহী কর্মকর্তা মেহরুবা ইসলাম।
কর্মকর্তাদ্বয় জানান, আজ থেকে এক সপ্তাহ পর্যন্ত পর্যটকদের নিষিদ্ধ করা হয়েছে। বান্দরবান রিজিয়ন কর্তৃক টহল কার্যক্রম পরিচালনা এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখার লক্ষ্যে পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তারা আরো জানান, যারা এখনো পর্যন্ত থানচি ও আলীকদমের পর্যটন কেন্দ্রে অবস্থান করছেন তাদেরকে আগামীকালই পর্যটন স্পট ছাড়ার জন্য বলা হয়েছে।
এদিকে গনবিজ্ঞপ্তি বলা হয়, বান্দরবান আলীকদম ও থানচি উপজেলায় সশস্ত্র বিছিন্নতাবাদী সন্ত্রাসীদের উপস্থিতির বিষয়ে সু-নির্দ্দিষ্ট তথ্য সংগ্রহের জন্য সদর দপ্তরে বান্দরবান রিজিয়ন ও সেনানিবাসের ২২ শে অক্টোবর ১৪০/৩১/জিএস (ইন্ট) পত্রের আলোকে বান্দরবান রিজিয়ন কর্তৃক টহল কার্যক্রম পরিচালনা এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখার লক্ষ্যে পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনাকরত বান্দরবান পার্বত্য জেলা আলীকদম ও থানচি উপজেলায় স্থানীয় ও বিদেশী পর্যটকদের ভ্রমণ ২৩ অক্টোবর হইতে ৩০ শে অক্টোবর পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করা হয়।
উল্লেখ্য, এর আগে গত ১৮ অক্টোবর সোমবার নিরাপত্তার স্বার্থের রোয়াংছড়ি ও রুমা দুই উপজেলায় পর্যটকদের যাতায়াতের নিষিদ্ধ করেন প্রশাসন।