হোয়াটসঅ্যাপ নিয়ে এলো ‘কল লিঙ্ক’ ফিচার
॥ অনলাইন ডেস্ক ॥
মেটার মালিকানাধীন বিশ্বের জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ এবার নিয়ে এসেছে ‘কল লিঙ্ক’ ফিচার। এর মাধ্যমে ব্যবহারকারীরা এখন গুগল মিটের মতো একটি গ্রুপ চ্যাট লিঙ্ক বা ভিডিও চ্যাট লিঙ্ক তৈরি করতে পারবেন বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
অবশ্য বেশ কিছুদিন আগে থেকেই এই ফিচারের সুবিধা পাচ্ছেন আইওএস ব্যবহারকারীরা। এই ‘কল লিঙ্ক’ ফিচারটির বিশেষত্ব হলো এর সাহায্যে গুগল মিটের মতো একটি গ্রুপ চ্যাট লিঙ্ক বা ভিডিও চ্যাট লিঙ্ক তৈরি করা যায়। আর এর সাহায্যে ব্যবহারকারীদের কলে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো যাবে।
হোয়াটসঅ্যাপ ট্র্যাকার ডব্লিউবিটাইনফোর এক প্রতিবেদনে বলছে, ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি আইওএসের পাশাপাশি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের কলে যোগ দেওয়ার জন্য লিঙ্ক তৈরির বৈশিষ্ট্য চালু করেছে।
তবে এর আগে মেটা মালিকানাধীন হোয়াটসঅ্যাপ কিছু অ্যান্ড্রয়েড বিটা ব্যবহারকারীর জন্য এই আপডেট এনেছিল। এখন এই ‘কল লিঙ্ক’ ফিচারটি সবার জন্য লঞ্চ করা হয়েছে।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এই ফিচারের মাধ্যমে একসঙ্গে ৩২ জনকে অডিও বা ভিডিও কলের লিংক পাঠানো যাবে। তাই চাইলেই সব বন্ধুকে লিংক পাঠানো যাবে না।
হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারটি কল ট্যাবের উপরে দেখা যাবে। কল লিংকস থেকে ‘ক্রিয়েট কল লিংক’ অপশন নির্বাচন করে এক বা একাধিক ব্যক্তির হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে লিংক পাঠানো যাবে। কল লিংকস অপশনে অন্যদের পাঠানো লিংকগুলোও পাওয়া যাবে। ফলে ব্যবহারকারীরা দ্রুত অডিও বা ভিডিও কলের আমন্ত্রণ পাঠানোর পাশাপাশি অংশও নিতে পারবেন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া