[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
খাগড়াছড়িতে অপহৃত ৫শিক্ষার্থীর মধ্যে লংঙি ম্রো বান্দরবান উপজেলা আলীকদমেরখাগড়াছড়ির রামগড়ে দুই কোচিং সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানাখাগড়াছড়ির রামগড়ে দুই বসতবাড়ি আগুনে ভষ্মিভুতদীঘিনালায় গার্ল গাইডস এসোসিয়েশনের ৫দিনব্যাপি বিজ্ঞপাখি মৌলিক প্রশিক্ষণ সম্পন্নখাগড়াছড়ির দীঘিনালায় বাড়ির সদস্যদের অজ্ঞান করে দূর্ধষ চুরিগুণগত শিক্ষা জাতিগত ভেদাভেদ ভুলিয়ে দিতে পারবে: রাঙ্গামাটিতে জলখেলি অনুষ্ঠানে সুপ্রদীপনৃ-গোষ্ঠীর আগে ক্ষুদ্র শব্দটি ব্যবহার করতে চাই না: জলকেলীতে উপদেষ্টা সুপ্রদীপবান্দরবানের আলীকদমে মার্মা সম্প্রদায়ের মাহাঃ সাংগ্রাই পোয়েঃ-২০২৫ উৎসব পালনপুরোনো দিনের গ্লানি মুছে যাক সাংগ্রাইয়ের মৈত্রীময় জলেবান্দরবানের থানচিতে খ্রীস্টান সম্প্রদায়ের গুড ফ্রাইডের উপহার দিলেন সেনাবাহিনী
[/vc_column_text][/vc_column][/vc_row]

হোয়াটসঅ্যাপ নিয়ে এলো ‘কল লিঙ্ক’ ফিচার

১২০

॥ অনলাইন ডেস্ক ॥

মেটার মালিকানাধীন বিশ্বের জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ এবার নিয়ে এসেছে ‘কল লিঙ্ক’ ফিচার। এর মাধ্যমে ব্যবহারকারীরা এখন গুগল মিটের মতো একটি গ্রুপ চ্যাট লিঙ্ক বা ভিডিও চ্যাট লিঙ্ক তৈরি করতে পারবেন বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

অবশ্য বেশ কিছুদিন আগে থেকেই এই ফিচারের সুবিধা পাচ্ছেন আইওএস ব্যবহারকারীরা। এই ‘কল লিঙ্ক’ ফিচারটির বিশেষত্ব হলো এর সাহায্যে গুগল মিটের মতো একটি গ্রুপ চ্যাট লিঙ্ক বা ভিডিও চ্যাট লিঙ্ক তৈরি করা যায়। আর এর সাহায্যে ব্যবহারকারীদের কলে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো যাবে।

হোয়াটসঅ্যাপ ট্র্যাকার ডব্লিউবিটাইনফোর এক প্রতিবেদনে বলছে, ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি আইওএসের পাশাপাশি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের কলে যোগ দেওয়ার জন্য লিঙ্ক তৈরির বৈশিষ্ট্য চালু করেছে।

তবে এর আগে মেটা মালিকানাধীন হোয়াটসঅ্যাপ কিছু অ্যান্ড্রয়েড বিটা ব্যবহারকারীর জন্য এই আপডেট এনেছিল। এখন এই ‘কল লিঙ্ক’ ফিচারটি সবার জন্য লঞ্চ করা হয়েছে।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এই ফিচারের মাধ্যমে একসঙ্গে ৩২ জনকে অডিও বা ভিডিও কলের লিংক পাঠানো যাবে। তাই চাইলেই সব বন্ধুকে লিংক পাঠানো যাবে না।

হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারটি কল ট্যাবের উপরে দেখা যাবে। কল লিংকস থেকে ‘ক্রিয়েট কল লিংক’ অপশন নির্বাচন করে এক বা একাধিক ব্যক্তির হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে লিংক পাঠানো যাবে। কল লিংকস অপশনে অন্যদের পাঠানো লিংকগুলোও পাওয়া যাবে। ফলে ব্যবহারকারীরা দ্রুত অডিও বা ভিডিও কলের আমন্ত্রণ পাঠানোর পাশাপাশি অংশও নিতে পারবেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া