পানছড়ির তারাবন ভাবনা কেন্দ্রে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠানে পাজেপ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী--
সকল ধর্মের মানুষ একযোগে কাজ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে
॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী বলেছেন, ধর্ম যার যার উৎসব সবার। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়িক চেতনায় দেশের সকল ধর্ম ও বর্ণের মানুষ যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করতে বলেছেন, সাথে বিভিন্ন মঠ, মন্দির ও মসজিদে সহযোগিতাও করে যাচ্ছেন।
শুক্রবার (২১ অক্টোবর) খাগড়াছড়ির পানছড়ি তারাবন ভাবনা কেন্দ্রে নবম দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বর্তমান শেখ হাসিনা সরকার আমাদের পাশে আছে, আজীবন থাকবে। বর্তমান সরকার বিভিন্ন সেক্টরে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম করে যাচ্ছে। তাই সকল ধর্ম ও বর্ণের মানুষ একযোগে কাজ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান তিনি।
প্রধান ধর্মীয় আলোচক ছিলেন মৈত্রীপুর ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ বিমলানন্দ মহাস্থবির ভান্তে, রাঙ্গামাটির তঙ্কশীলা বন বিহারধ্যক্ষ করুনাবর্ধন মহাস্থবির ভান্তে, ক্ষান্তিপুর বন কুটিরের অধ্যক্ষ আর্যবোধি মহাস্থবির ভান্তে ও তারাবন ভাবনা কেন্দ্রের বিহারধ্যক্ষ আদি কল্যান স্থবির ভান্তে।
অনুষ্ঠানে বিহার পরিচালনা কমিটির সভাপতি উষা কান্তি চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা, চেঙ্গী ইউপি চেয়ারম্যান আনন্দ জয় চাকমা। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, দায়ক-দায়িকাসহ ভক্তরা উপস্থিত ছিলেন।
আয়োজিত পানছড়ি তারাবন ভাবনা কেন্দ্রের ৯ম দানোত্তম কঠিন চীবর দানোৎসবে প্রধান অতিথির পক্ষ থেকে নগদ ১ লক্ষ টাকা অনুদান প্রদান করে আগামীতে বিহারের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন।
এর আগে শুক্রবার সকাল থেকে বৌদ্ধ ধর্মাবলম্বী নর-নারীরা হিতসুখ মঙ্গল কামনায় বৌদ্ধ ভিক্ষুদের নিকট থেকে পঞ্চশীল গ্রহণ,বৌদ্ধ ভিক্ষুদের পিন্ড দানসহ ধর্মীয় নানা নিয়ম অনুসরণ করে ধর্ম দেশনা শ্রবণ করেন। এতে বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার বৌদ্ধ ধর্মালম্বীরা অংশ নেয়।
অনুষ্ঠানে বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার বৌদ্ধ ধর্মালম্বীরা দেশ জাতি সবার মঙ্গল কামনায় প্রার্থনা করা হয়।