[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
খাগড়াছড়িতে অপহৃত ৫শিক্ষার্থীর মধ্যে লংঙি ম্রো বান্দরবান উপজেলা আলীকদমেরখাগড়াছড়ির রামগড়ে দুই কোচিং সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানাখাগড়াছড়ির রামগড়ে দুই বসতবাড়ি আগুনে ভষ্মিভুতদীঘিনালায় গার্ল গাইডস এসোসিয়েশনের ৫দিনব্যাপি বিজ্ঞপাখি মৌলিক প্রশিক্ষণ সম্পন্নখাগড়াছড়ির দীঘিনালায় বাড়ির সদস্যদের অজ্ঞান করে দূর্ধষ চুরিগুণগত শিক্ষা জাতিগত ভেদাভেদ ভুলিয়ে দিতে পারবে: রাঙ্গামাটিতে জলখেলি অনুষ্ঠানে সুপ্রদীপনৃ-গোষ্ঠীর আগে ক্ষুদ্র শব্দটি ব্যবহার করতে চাই না: জলকেলীতে উপদেষ্টা সুপ্রদীপবান্দরবানের আলীকদমে মার্মা সম্প্রদায়ের মাহাঃ সাংগ্রাই পোয়েঃ-২০২৫ উৎসব পালনপুরোনো দিনের গ্লানি মুছে যাক সাংগ্রাইয়ের মৈত্রীময় জলেবান্দরবানের থানচিতে খ্রীস্টান সম্প্রদায়ের গুড ফ্রাইডের উপহার দিলেন সেনাবাহিনী
[/vc_column_text][/vc_column][/vc_row]

লামায় অতিরিক্ত মদ পানে গ্রাম পুলিশের মৃত্যু

৭৩

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥

বান্দরবানের লামা উপজেলায় সাবেক এক গ্রাম পুলিশের লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ড অংহ্লারী মার্মা পাড়াস্থ রাস্তা থেকে বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে লাশটি উদ্ধার করা হয়। নিহত মংফুচিং মার্মা (৪৮) একই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইয়াংছা ক্যাচিং পাড়ার মংক্যাচিং মার্মার ছেলে। স্থানীয়রা ধারণা করেন, গতরাতে অতিরিক্ত মদ পান করার কারণে তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, মৃত মংফুচিং মার্মা গতরাত ৯টায় অংহ্লারী মার্মা পাড়ায় এসে অতিরিক্ত মদ পান করেন। এলোমেলো কথা বলতে এবং মাতলামি করতে দেখা যায়। পরে এলাকাবাসী সবাই ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে দেখে পাড়ার পাশে প্লাস্টিকের বস্তা বিছিয়ে শুয়ে আছে। অনেক ডাকাডাকির পর না উঠায় এলাকার লোকজন কাছে গিয়ে দেখে তিনি মারা গেছেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ৭নং ওয়ার্ড মেম্বার জিয়াবুল ইসলাম বলেন, সাবেক গ্রাম পুলিশ মংফুচিং মার্মা অতিরিক্ত মদ পান করত। এই কারণে তার চাকরিও চলে গিয়েছিল।

লামা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শিবেন বিশ্বাস জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। নিহতের পরিবারের কারো অভিযোগ না থাকায় এবং স্থানীয় জনপ্রতিনিধিদের অনুরোধে নিহতের লাশ শেষকার্য্য সম্পাদনের জন্য পরিবারের লোকজনের কাছে দেয়া হয়েছে। এটি অপমুত্যু হিসেবে রেকর্ড করা হয়।