মেধাবী ছাত্রের পাশে মহালছড়ি সেনা জোন
॥ মিল্টন চাকমা, মহালছড়ি ॥
খাগড়াছড়ি জেলার মহালছড়ি জোনের আওতাধীন হাজাছড়া গ্রামের মেধাবী শিক্ষার্থী ঈশন চাকমার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সেনাবাহিনী। মহালছড়ি সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের এই মেধাবী শিক্ষার্থীর পড়াশোনার প্রতি আগ্রহের বিষয়টি জোন কমান্ডার লেঃ কর্নেল শাহরিয়ার সাফকাত ভূইয়ার নজরে এলে তার নির্দেশনায় ঈশন চাকমাকে বই ও ষ্টেশনারী ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।
মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে মহালছড়ি জোন সদরে জোন অধিনায়ক এর পক্ষে শিক্ষা সহায়তা হস্তান্তর করেন ক্যাপ্টেন রাফাত হাসনাইন জুবেরী। এছাড়াও প্রদেয় মূল্যবান সামগ্রী বই সঠিকভাবে অধ্যয়নের মাধ্যমে ভালো ফলাফল অর্জন করতে অনুপ্রেরণা দেন। ঈশন চাকমা শিক্ষা সহায়তা পাওয়ার পর সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন মহালছড়ি জোনের এই মহৎ উদ্যোগ তাকে ভাল ফলাফল অর্জন করার প্রেরণা যোগাবে।