[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

[/vc_column_text][/vc_column][/vc_row]

পারিবারিক কলহের জেরে কেএইচপিএস কর্মচারীর আত্মহত্যা

১০১

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নিয়াজ মোর্শেদ (৩৬) নামে এক কর্মচারী আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। বুধবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার বাংলো কলোনী নামে সরকারি একটি কোয়াটারে আত্মহত্যা করেছে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে আরো জানা গেছে, দীর্ঘ দিন ধরে পারিবারিক কলহের জেরে ভুগছেন নিহত নিয়াজ মোর্শেদ। সেই কারণে গলায় রশি দিয়ে কোয়াটারের সিলিং ফ্যানে আত্মহত্যা করেছেন তিনি। নিহত নিয়াজ মোর্শেদ চট্টগ্রাম জেলার সীতাকুন্ড মহানগর উপজলার বাসিন্দা মুক্তার হোসেনের ছেলে বলে জানা গেছে। তিনি কাপ্তাই কর্ণফুলী বিদ্যুৎ কেন্দ্রের পুরসংরক্ষণ বিভাগের ডাইভারশন চ্যানেল সাহায্যকারী পদে কর্মরত ছিলেন।

এ বিষয়ে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত পূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।