রাঙ্গামাটিতে শাপলা নারী উন্নয়ন ফাউন্ডেশনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটিতে শাপলা উন্নয়ন ফাউন্ডেশন এর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে শাপলা নারী উন্নয়ন ফাউন্ডেশন’র প্রচার ও সার্বিক সহযোগিতায় ট্রিটমেন্ট চক্ষু হাসপাতালের পরিচালনায় আসামবস্তীতে শাপলা দাতব্যলয় হোমিও চিকিৎসা কেন্দ্রে দিনব্যাপি এই কর্মসূচী পালিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন শাপলা নারী উন্নয়ন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও দৈনিক গিরিদর্পণ পত্রিকার সম্পাদক আলহাজ্ব একেএম মকছুদ আহমেদ।
এতে শাপলা নারী উন্নয়ন ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক মোঃ নাসির উদ্দীন এর সঞ্চালনায় ও ফাউন্ডেশনের সভাপতি হাসিনা বেগমের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন- ট্রিটমেন্ট চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মোঃ জিয়া উদ্দিনসহ উপকার ভোগীরা।
এসময় প্রধান অতিথির বক্তব্যে একেএম মকছুদ আহমেদ কলেন, রাঙ্গামাটিতে কোনো চক্ষু হাসপাতাল নেই। জেলা সাধারণ মানুষের পক্ষে ঢাকা চট্টগ্রাম গিয়ে চোখের চিকিৎসা করা অসম্ভব হয়ে পড়ে। রাঙামাটিতে যদি একটি সরকারী চক্ষু হাসপাতাল থাকে সেক্ষেত্রে এখানকার সাধারণ মানুষ তাদের চোখে চিকিৎসা নিতে পারবে। আজকের কর্মসূচি থেকে তিনি শাপলা নারী উন্নয়ন ফাউন্ডেশনের মাধ্যমে জেলায় একটি চক্ষু হাসপাতাল স্থাপনের আহ্বান জানান।
চক্ষু হাসপাতাল স্থাপন না হওয়া পর্যন্ত তিনি প্রতিমাসে একবার করে শাপলা নারী উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক চক্ষু চিকিৎসা ক্যাম্প পরিচালনা করার নির্দেশ দেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্টপুত্র শেখ রাসেল’র জন্মবার্ষিকী উপলক্ষে উক্ত কার্যক্রমে রাঙ্গামাটি বধির বিদ্যালয় স্বতঃফূর্ত অংশগ্রহণ করে। দিনব্যাপি চলা এই কর্মসূচীতে অর্ধশতাধিক রোগীকে চিকিৎসা প্রদান করা হয়