গাইন্দ্যা ও ঘিলাছড়ি ইউনিয়ন যুবলীগের ত্রি বার্ষিক সম্মেলন সম্পন্ন
॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার দুই নম্বর গাইন্দ্যা ও ১ নম্বর ঘিলাছড়ি ইউনিয়নের বাংলাদেশ আওয়ামীলীগ যুবলীগের ইউনিয়ন শাখার ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্টিত হয়। রবিবার (১৬ অক্টোবর) উপজেলা পরিষদের হল রুমে আওয়ামীলীগ যুবলীগ ঘিলাছড়ি ইউনিয়ন শাখার সভাপতি সনজিত চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক পুচিংমং মারমা, সিনিয়র সহ সভাপতি রবার্ট ত্রিপুরা, উপজেলা যুবলীগের সভাপতি মিঠুলচন্দ্র দে, সাধারন সম্পাদক সুইচাইপ্রু মারমা, মংপ্রু মারমা, জয়নুল তালুকদার, মহিলা সভানেত্রী লংবতি ত্রিপুরা, আবু মুছা, হেডম্যান চথোয়াইনুমারমা, সহ থানা আওয়ামীলীগ যুবলীগ, সেচ্ছাসেবী লীগ সহ অংগ সংগঠনের নেতা-কর্মীগন উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, যুবলীগ হচ্ছে আওয়ামীলীগের সম্মুখ যোদ্ধা। বয়সে তরুন যুবলীগের যোগ্য নেতৃত্বে নির্বাচনে সম্মেলনের বিকল্প নাই। দীর্ঘ ১১/১২ বছর পরে হওয়া এ সম্মেলনের মাধ্যমে যুবলীগের সাংগঠনিক কাঠামো আরো শক্তিশালী হবে। আগামীদিনের সকল লড়াই সংগ্রামে যুবলীগ তার গুরুত্বপূর্ণ দায়িত্বপালনের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবে। মুজিব আদর্শের অসম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে যুবলীগ অগ্রনী ভূমিকা পালন করবে। সম্মেলনে ঘিলাছড়ি ইউনিয়নের যুবলীগের সভাপতি মনোনিত হয় সনজিত চৌধুরী( তিলক) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন, স্বপন তালুকদার (কালা) গাইন্দ্যা ইউনিয়নে সভাপতি নির্বাচিত হয় সুজন তঞ্চঙ্গ্যা, সাধারন সম্পাদক উক্যাসাই মারমা।