কাপ্তাইয়ে যুব ও কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাইয়ে যুব ও কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ রবিবার(১৬ অক্টোবর) সকাল ১০ টা হতে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে শুরু হয়েছে। আমাদের জীবন আমাদের স্বাস্থ্য আমাদের ভবিষ্যৎ। সহিংসতামুক্ত ও মর্যাদাপূর্ণ জীবনের জন্য পার্বত্য চট্রগ্রামের যুব ও কিশোর মেয়েদের ক্ষমতায়ন প্রকল্পের আওতায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ার আয়োজনে সিমাভি ও বিএনপিএস সহযোগিতায় ৩দিন ব্যাপী কর্মশালা উদ্বোধন করা হয়। প্রশিক্ষণ উদ্বোধন করে
কাপ্তাই স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার ডাঃ সৈয়দ মোহাম্মদ ফারুক রনি। হিল ফ্লাওয়ার ট্রেইনার এপ্পি চাকমার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন হিল ফ্লাওয়ার প্রোগাম ডিরেক্টর জ্যোতি বিকাশ চাকমা।
বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শশাংক বিকাশ চাকমা, কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, বিএনপিএস মাস্টার ট্রেইনার রিমি চাকমা, হিল ফ্লাওয়ার প্রকল্প সমন্বয়কারী হিলারী ত্রিপুরা ।
প্রশিক্ষনে আমাদের জীবন আমাদের স্বাস্থ্য আমাদের ভবিষ্যৎ প্রকল্পের সকল কর্মী উপস্থিত ছিলেন। কাপ্তাই ও রাজস্থলী উপজেলা ২০ জন স্বাস্থ্য সহকারী, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইটার, পরিবার কল্যান পরিদর্শকা এবং পরিবার কল্যান সহকারী