মানিকছড়িতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে মারমা উন্নয়ন সংসদ
॥ মোঃ ইসমাইল হোসোন, মানিকছড়ি ॥
বিসিএস উত্তীর্ণ ও উচ্চতর ডিগ্রী প্রাপ্ত মানিকছড়ি উপজেলার কৃতি শিক্ষার্থীদের এবং ২০২১ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীয় উত্তীর্ণ মারমা ছাত্র-ছাত্রীদেরকে সংবর্ধনা দিয়ে মারমা উন্নয়ন সংসদ মানিকছড়ি উপজেলা শাখা।
শুক্রবার (১৪ অক্টোবর) বিকালে উপজেলা টাউন হলে মারমা উন্নয়ন সংসদ মানিকছড়ি উপজেলা শাখার সভাপতি মংশেপ্রু মারমা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মারমা উন্নয়ন সংসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মংপ্রু চৌধুরী।
মারমা উন্নয়ন সংসদ মানিকছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক কংজপ্রু মারমা, সহ-সাধারণ সম্পাদক উহ্লাচাই মারমা’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান ও মারমা উন্নয়ন সংসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ম্রাগ্য মারমা, বীর মুক্তিযোদ্ধা মং রাজা মং প্রু সাইন বাহাদুর ফাউনন্ডেশনের চেয়ারম্যান কুমার সুইচিংপ্রু রায়, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক মোঃ মাঈন উদ্দিন, মারমা উন্নয়ন সংসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাথোয়াইঅং মারমা।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, আজ আমরা যে চারজনকে সংবর্ধনা দিচ্ছি তারা সকলেই নিজের যোগ্যতা দিয়ে সর্বোচ্চ সম্মানের জয়গাতে পৌছেছে। কেউ উপজেলা নির্বাহী অফিসার, কেউ ডাক্তার, কেউ অতিরিক্ত পুলিশ সুপার হয়েছেন। তারা সকলেই বর্তমানে গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে দেশে ও দেশের জন্য কাজ করে যাচ্ছে। এই চার সংবর্ধিত অতিথিরাই আজ মারমা শিক্ষার্থীদের অনুপ্রেরণা হয়ে থাকবে এমনটাই প্রত্যাশা আমাদের। সেই সাথে তাদেরকে অনুকরণ করে সামনের দিকে এগিয়ে যাওয়ারও আহবান জানান বক্তারা। বক্তারা আরো বলেন, জীবনে সফল হতে হলে অবশ্যই সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। আর সুশিক্ষিত হতে হলে অবশ্যই মনযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। সুশিক্ষিত হলেই ভালো মানুষ হওয়া যাবে। আর ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারাটাই জীবনের সবচেয়ে বড় স্বার্থকতা।
পরে উপজেলার ২৫০ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট, উপহার সামগ্রী, মেডেল ও নগদ অর্থ বিতরণ করেন অতিথিরা।