মানিকছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
খাগড়াছড়ির মানিকছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ‘দুর্যোগে আগাম সতর্কতা, সবার জন্য কার্যব্যবস্থা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা পরিষদ চত্বরে র্যালিত্তর সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তৌহিদ-উজ-জামান’র সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন। এতে বক্তব্য রাখেন, বাটনাতলী ইউপি চেয়ারম্যান আবদুর রহিম, টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প ব্যবস্থাপক মোঃ ফরিদুল আলম, এসআই মোঃ আওলাদ হোসেন, যুব রেড ক্রিসেন্ট সোসাইটির যুব প্রধান থো আই অংপ্রু মারমা। এ সময় যোগ্যাছোলা ইউপি চেয়ারম্যান ক্যয়জরী মহাজন, কৃষি ব্যাংক ব্যবস্থাপক ওসমান চৌধুরী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অনুপম বড়ুয়া, ইন্সট্রাক্টর মোঃ আসাদুজ্জামান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা কৃপালিনী চাকমাসহ বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগের কারণে প্রতিবছর সারা বিশ্বে জীবন ও সম্পদের ব্যাপক ক্ষতি হয়ে থাকে। প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ করার কোনো উপায় এখনো আবিষ্কৃত না হলেও এ বিষয়ে ব্যাপক প্রস্তুতি থাকলে ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব। ফলে দুর্যোগ মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি নেওয়ার পাশাপাশি সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। বিশেষ করে পার্বত্যঞ্চলে পাহাড় ধসের ঘটনা ঘটে। প্রতিবছর পাহাড় ধসের কারণে বহু ঘর বাড়ি ও মালামালের ক্ষয়ক্ষতি হয়। জানমালের ক্ষয়ক্ষতি কমাতে পাহাড়ের পাদদেশ যাতে ঘর-বাড়ি নির্মাণ না করে সে লক্ষে কাজ করতে হবে।