কাপ্তাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥
“দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা” প্রতিপাদ্যে রাঙ্গামাটি কাপ্তাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৩অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, কাপ্তাই ব্যবস্থাপনায় সম্মলন কক্ষ কন্নরীতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় সভাপতিত্ব করেন, সহকারী কমিশনার (ভুমি) মারজান হোসাইন। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মফিজুল হক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কাপ্তাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন।
এসময় বিশ্বে দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের গৃহীত পদক্ষেপ বিশ্বে রোড মডেল বলে মন্তব্য করেন বক্তারা।