[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটকবান্দরবানে রিপোর্টার্স ইউনিটির ভবন জোড়পূর্বক দখলের অভিযোগবান্দরবানের থানচিতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশমানিকছড়িতে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটকবরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগরাঙ্গামাটির লংগদুতে নৌকার কিছু নেতাকর্মী এখন ট্রাকে উঠে গেছেকাজে দীর্ঘসূত্রতা পরিহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পার্বত্য উপদেষ্টাসড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার কর্মচারী নিহতমানিকছড়ির নবাগত ইউএনও’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময়খাগড়াছড়িতে বন্যাকবলিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

বরকলে লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধে কর্মশালা

১১৯

॥ নিরত বরন চাকমা,বরকল ॥

রাঙ্গামাটি বরকল উপজেলায় বেসরকারি সংস্থা আশিকা উদ্যোগে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দদের নিয়ে লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও প্রতিক্রিয়ার উপর দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১২ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে কনফারেন্স কক্ষে এ কর্মশালা আয়োজন করা হয়।

প্রকল্প সমন্বয়কারী সুশোভন চাকমা এর সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা। আশিকা সংস্থার প্রশিক্ষক রিতা চাকমা এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শ্যাম রতন চাকমা ও ভাইস চেয়ারম্যান (সংরক্ষিত) সুচরিতা চাকমা,বরকল মডেল থানা উপ পরিদর্শক(তদন্ত) কাজী আরিফ উদ্দিন।

প্রধান অতিথি বক্তব্য উপজেলা চেয়ারম্যান বিধান চাকমা বলেন,প্রশিক্ষণ প্রত্যেক ব্যক্তির জন্য গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণের মাধ্যমে অজানা বিষয় জানা যায়,যোগাযোগ সৃষ্টি হয় এবং দক্ষতা বৃদ্ধি পাই।

তিনি বলেন,যুগের পরিবর্তনের সাথে নারী সমাজেও অনেকটা পরিবর্তন এসেছে। যদিও পূর্বে সমাজের মধ্যে নারী সহিংসতা, লিঙ্গ বৈষম্য অনেকটা বেশি ছিল।তবে আগেকার দিনের নারী ও বর্তমান সময়ের নারীর মধ্যে সামাজিক, অর্থনৈতিক বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন হয়েছে। তারমতে, দৃষ্টিভঙ্গি পরিবর্তন করলে নারী সহিংসতা কমিয়ে আনা সম্ভব হবে।
সভাপতি বক্তব্য প্রকল্প সমন্বয়কারী সুশোভন চাকমা বলেন,রাঙ্গামাটি জেলায় ১০টি উপজেলায় নারী ক্ষমতায়ন ও শিশুদের শিক্ষার সুযোগ সুবিধা প্রদান,শিশুদের স্কুলমূখী করা,সমাজে নারী সহিংসতা প্রতিরোধ,সচেতনমূলক প্রশিক্ষণসহ বিভিন্ন কার্যক্রম আশিকা সংস্থা পরিচালনা করে আসছে। এছাড়াও প্রান্তিক পর্যায়ে শিশুদের ঝরেপড়া বন্ধ করার লক্ষ্যে ১শটি স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে। জেলা পরিষদ ও আশিকার যৌথ সমন্বয়ে এসব কার্যক্রম বাস্তবায়ন করা হয়ে থাকে। সেই সাথে তিনি বলেন,সমাজে লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধের জন্য সমতা ও ন্যায্যতা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে।তা নাহলে নারী সহিংসতা কমিয়ে আনা সম্ভব নয়।

এসময় রাঙ্গামাটি জেলার আশিকা সংস্থার প্রশিক্ষক শ্যামল চাকমা,মাঠ সংগঠন কুণাল খীসা সুরূপা দেওয়ান সহ বিভিন্ন দপ্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।