[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

[/vc_column_text][/vc_column][/vc_row]

দীঘিনালায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন

১১২

॥ মোঃ সোহেল রানা দীঘিনালা ॥

সময়ের অঙ্গীকার কন্যা শিশুর অধিকার প্রতিপাদ্য ধারন করে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা জাতীয় কন্যা শিশু দিবস ২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(১১ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা অডিটরিয়াম হলরুমে মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জাতীয় কন্যা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুস্মিত খীসা। এতে অতিথি হিসেবে বক্তব্যে রাখেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরাফাতুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন উপজেলা রিসোর্স সেন্টার এর ইন্সট্রাক্টর মোঃ মাইন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা হিমো চাকমা, উপজেলা সমাজসেবা সহকারী অফিসার তুলসি মোহন চাকমা, উপজেলা সহকারী প্রকৌশলী মোঃ ইমরান হোসেন, উপজেলা আনসার ভিডিপি অফিসার শাহ মোফাচ্ছের, নারী জয়িতা ঝর্না রায় প্রমূখ। এতে অংশ নেয় মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক প্রশিক্ষনার্থীরা।

আলোচনা সভায় প্রধান অতিথি ইউএনও মুহাম্মদ আরাফাতুল আলম বলেন, কন্যা শিশু পরিবার কিংবা সংসারের বোঝা নয় আর্শিবাদ। কেননা আজকে কন্যা শিশু একজন পিতা মাতার মেয়ে, কারো বোন, করো স্ত্রী, করো গর্ভধানিনী মা। কন্যা শিশু সংসারের বোঝা মনে করা যাবেনা, তাদেরকে জ্ঞান-বিজ্ঞানের, কারিগরি শিক্ষায় শিক্ষিত করতে হবে। কন্যারা শেষ বয়সের পিতা মারার দায়িত্ব নেয় দেখা শুনা করে। কন্যা শিশুরা সৃষ্টিকর্তার আর্শিবাদ মনে করতে হবে। পুত্র সন্তারে মত মনে করে কন্যা শিশুকে সংসারের সমান ভাবে দেখতে হবে। তাদের সাথে ভাল আচার আচারন করতে হবে। সমাজে কন্যা শিশুদেরকে অবহেলার মাত্র মনে করা যাবে না। বর্তমান বিশ্বে কন্যা শিশুরা বড় হয়ে দেশ পরিচালনার দায়িত্ব পালন করে, বিভিন্ন দপ্তরের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।