খাগড়াছড়িতে শিশুদের করোনা টিকাদান কার্যক্রমের উদ্বোধন
॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়িতে ৫-১১ বছরের প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের (ফাইজার বায়োএনটেক) কোভিড-১৯ ভ্যাক্সিন প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে জেলা স্বাস্থ্য বিভাগের বাস্তবায়নে স্থানীয় খাগড়াছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।
এসময় খাগড়াছড়ি পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ছাবের, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মিটন চাকমা, মেডিকেল অফিসার ডাঃ নয়ন ময় ত্রিপুরা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জেলার ৯৫হাজার শিশু শিক্ষার্থীদের ভ্যাকসিন দেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানান।