রাজস্থলীতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শোভাযাত্রা
॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥
১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় আহলে সুন্নাত ওয়াল জামায়াতের গাউসিয়া কমিটির আয়োজনে জশনে জুলুছ উদযাপন করা হয়েছে। রবিবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় এই উপলক্ষে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বাজার মসজিদ থেকে শুরু হয়ে তালুকদার পাড়া সুন্নিয়া মাদ্রাসা মাঠে গিয়ে শেষ হয়।
জশনে জুলুসে উদযাপন কমিটির সভাপতি ফজল কাদের ও সদস্য সচিব হাফেজ জাহেদুল আলম এর নেতৃত্বে সংগঠনের উপদেষ্টা নুরুল আলম মেম্বার ও মাদ্রাসা কমিটির সভাপতি জয়নুল তালুকদার, মফিজ আহাম্মদ তালুকদার সহ সংগঠনের নেতৃবৃন্দ জশনে জুলুসে উপস্থিত ছিলেন।
দুপুর ১ টা ৩০ মিনিটে রাজস্থলী থানা পুলিশের উদ্যােগে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
আলোচনা সভায় অতিথিরা বলেন, আজকের এই দিনে বিশ্ব নবী হযরত মোহাম্মদ (সা.) পৃথিবীতে আগমন ঘটেছে। ফলে কোরআন সুন্নাহের প্রদর্শিত পথ সুগম হওয়ায় বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হয়। নবী- রাসুলকে অনুসরণের মাধ্যমে কোরআনের প্রদর্শিত পথে ইহকালে ও পরকালের শান্তি অবধারিত