[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

[/vc_column_text][/vc_column][/vc_row]

নানিয়ারচরে রত্নাংকুর বন বিহারে শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপন

১৫৯

॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥

রাঙ্গামাটির নানিয়ারচরে রত্নাংকুর বন বিহারে যথাযথ ভাব-গাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উদযাপন করা হয়েছে।

রবিবার (৯ অক্টোবর) সকালে রত্নাংকুর বন বিহারে দেশনালয়ে এলাকাবাসীর আয়োজনে ত্রিশরন সহ পঞ্চশীল প্রার্থনা, বুদ্ধ মূর্তি দান, সঙ্ঘ দান, অষ্টপরিষ্কার দান, পিণ্ডু দান, কল্পতরু দান, আকাশ প্রদীপ দান, হাজার বাতি দান সহ নানাবিধ দানের আয়োজন করা হয়।

উষাকিরণ চাকমার সঞ্চালনায় আয়োজিত পূণ্যানুষ্ঠানে সঙ্ঘ প্রধান হিসেবে উপস্থিত ছিলেন, ডাঃ জিনোবোধী মহাথেরো, রত্নাংকুর বন বিহার অধ্যক্ষ শ্রীমৎ বিশুদ্ধানন্দ মহাস্থবির ও তার শিষ্য মণ্ডলী।

বুদ্ধের অমৃতবাণী স্বধর্ম দেশনা প্রদান কালে শ্রীমৎ বিশুদ্ধানন্দ মহাস্থবির বলেন, প্রবারণা পূর্ণিমা একটি শুভ দিন। বিগত দিনের খারাপ কাজ গুলো ভগবান বুদ্ধের কাছে ক্ষমা চেয়ে কুশল কর্ম গুলো বেচে নিয়ে সামনে অগ্রসর হওয়ার কথা বলেন। এই পবিত্র দিনে ভবিষ্যতে আরো সুখ, শান্তি ভাবে বসবাস করতে ভগবান বুদ্ধের কাছে আশির্বাদ প্রার্থনা করতে বলেন।

দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে দূর-দূরান্ত থেকে শত শত পূর্ণ্যার্থী সমাগমে বিহার প্রাঙ্গণ উৎসব মূখর হয়ে উঠে। সকাল থেকে পূর্ণ্যার্থীরা বিভিন্ন সাজে সজ্জিত হয়ে বিহারে মিলিত হয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।