[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

[/vc_column_text][/vc_column][/vc_row]

দীঘিনালায় ঈদ ই মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুছের বর্নাঢ্য র‌্যালি

১৪৯

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥

বিশ্ব শান্তির দূত প্রিয় নবী হযরত মুহাম্মদ (স.) এর জন্মদিন উপলক্ষে খাগড়াছড়ি দীঘিনালায় আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উদ্যোগে ঈদ ই মিলাদুন্নবীর জশনে জুলুছছের এক বর্নাঢ্য র‌্যালি মিলাদ ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০৯ অক্টোবর) সকালে উপজেলার কবাখালী আল আমিন বারীয়া ইবতেদায়ী মাদরাসা মাঠ থেকে ঈদ ই মিলাদুন্নবীর উপলক্ষে শুরু জশনে জুলুছের বর্নাঢ্য র‌্যালি বের করা হয় । পরে জশনে জুলুছ দীঘিনালা থানা বাজার এবং বোয়ালখালী নতুন বাজার প্রদক্ষিণ করে সড়ক ও জনপথ বিভাগের মাঠে সমাবেশে মিলাদ মাহফিলে সমবেত হয়। মিলাদ মাহফিলে উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি মাওলানা আসলাম উদ্দিনের

সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের প্রধান উপদেষ্টা সাহসুফী জয়লান আবেদীন আল কাদেরী। মিলাদ মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ আলী হায়দার, মাওলানা মোহাম্মদ সেলিম, হাফেজ মোহাম্মদ সাইফুল ইসলাম এবং কবাখালী জালালাবাদ জামে মসজিদের মুয়াজ্জীন মোঃ মুবিন রাজা আল কাদেরী। পরে মিলাদ ও কিয়াম করে মুনাজাতের মাধ্যমে জশনে জুলুছের অনুষ্ঠান শেষ হয়। এসময় সমৃদ্ধ বাংলাদেশ, সকল মুসলিম উম্মাহর শান্তি ও রহমত কামনা করা হয়।