নাইক্ষ্যংছড়িতে সাংবাদিক জয়নাল আবেদীন টুকু’র উপর চিহ্নিত সন্ত্রাসীদের অতর্কিত হামলা
॥ নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রতিনিধি ॥
নাইক্ষ্যংছড়িতে প্রেস ক্লাবের সদস্য জাতীয় দৈনিক ভোরের পাতা, চট্টগ্রাম থেকে প্রকাশিত বীর চট্টগ্রাম মঞ্চ পত্রিকা ও কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক সৈকত, অনলাইন পোটার্ল সাকালের খবর এর নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি, সাংবাদিক জয়নাল আবেদীন টুক্কুর উপর অতর্কিত হামলা চালিয়েছে দুষ্কৃতকারী সন্ত্রাসীরা। শুক্রবার (৭ অক্টোবর) বিকালে দিকে দৌছড়ি ইউনিয়নের গুরুন্ন্যাকাটা এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, এক অসহায় পরিবারকে বসতভিটা থেকে কিছু সন্ত্রাসীরা জোরপূর্বক উচ্ছেদ করতে গিয়ে অসহায় পরিবারের সদস্যের উপর হামলা চালিয়ে গুরুত্বর আঘাত করে। সেই হামলার খবর পেয়ে সাংবাদিক জয়নাল আবেদীন টুক্কুসহ কয়েকজন সাংবাদিক সংবাদ সংগ্রহ করতে গিয়ে ঘটনা স্থলে পৌঁছালে স্থানীয় চেয়ারম্যান এর ইশারায় মোহাম্মদ হোসেন মেম্বার এর নেতৃত্বে আনোয়ার, আব্দুল কাদের, সেলিম, বদি আলম (বদিয়া) আব্দুল্লাহসহ অজ্ঞাত ২০/৩০ জন সন্ত্রাসীরা পরবর্তীতে সাংবাদিকদের উপর ক্ষিপ্ত হয়ে হামলা চালালে সাংবাদিকরা পালিয়ে যায়। সে সময় সাংবাদিক জয়নাল আবেদীন টুক্কুর উপর হামলা চালিয়ে গুরুত্বর আঘাত করে। এ সময় সাংবাদিক জয়নাল আবেদীন টুক্কুকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সহকর্মীরা নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
এদিকে চিহ্নিত সন্ত্রাসীরা সাংবাদিক টুক্কুর উপর নেক্কারজনক হামলার তীব্র প্রতিবাদ জানান নাইক্ষংছড়ি প্রেসক্লাব ও নাইক্ষ্যংছড়ির কর্মরত সাংবাদিকবৃন্দ।
প্রেসক্লাব ও নাইক্ষ্যংছড়ি কর্মরত নেতৃবৃন্দরা জানান, সাংবাদিক জয়নাল আবেদীন টুক্কুর উপর হামলার ঘটনা তদন্ত করে চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়ার জোর দাবী জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তিত