খাগড়াছড়িতে নির্মাণাধীন সম্প্রসারিত ভবনের ছাদ ধসে নিহত ২, আহত ৫
॥ নিজস্ব প্রতিনিধি ॥
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্মাণাধীন সম্প্রসারিত ভবনের ছাদ ধসে ২ জন নিহতের খবর পাওয়া গেছে। এ দূর্ঘটনায় আরো ৫ জন আহত হয়েছে । শনিবার (৮ সেপ্টেম্বর) বিকাল ৩ ঘটিকার দিকে মর্মান্তিক এ দূর্ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।
আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক। আহতদের খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার কাজ চলমান রয়েছে। নিহত সাজাদ হোসেন (২০) খাগড়াছড়ি সদরস্থ কলেজ গেইট সবুজ বাগ এলাকার আমিন মিস্ত্রীর একমাত্র ছেলে। সে খাগড়াছড়ি সরকারি কলেজের শিক্ষার্থী। অন্য শ্রমিক কুমিল্লা জেলার বলে প্রাথমিক ভাবে জানা গেছে। ঘটনাস্থলে থাকা শ্রমিকদের তথ্য মতে আরো একজন ধসে পড়া ছাঁদের নিচে থাকতে পারে বলে ধারণা করছেন।
নিহত ও আহতদের উদ্ধার কাজে বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও রেডক্রিসেন্ট’র কর্মী তাদের উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। আহত শ্রমিকরা হলেন, খাগড়াছড়ি সদর শালবন এলাকার মৃত আব্দুস সামাদ’র ছেলে মোঃ রোকন (৩৮), একই এলাকার লালু চাঁন’র ছেলে মোঃ হাসান (২৪), আব্দুল খালেক’র ছেলে মোঃ হানিফ (২৫), আব্দুল সালাম’র পুত্র মোঃ হানিফ (২৭) ও মুসলিম উদ্দিন’র ছেলে মোঃ সোহেল।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্মাণাধীন সম্প্রসারিত ভবনের ছাদ ঢালাইয় সর্বমোট ২৬ জন কর্মরত ছিলেন। দুইটি পিলারের উপর দাঁড়ানো আড়াই ফুট ব্যাসে বাঁশের খুঁটিয়ে সেন্টারিং করা ঢালাই কাজের শেষ পর্যায়ে এসে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে দায়িত্বশীল প্রকৌশলী ও ঠিকাদারকে পাওয়া যায়নি।
এ বিষয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু বলেন, এ ঘটনায় দায়িত্বে অবহেলা ও নির্মাণ ত্রুটির সাথে জড়িতের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আহতদের উন্নত চিকিৎসার জন্যে প্রয়োজনীয় নির্দেশ প্রদান করা হয়েছে। এ সময় আহত ও নিহতদের পরিবারকে সহযোগিতা করারও আশ্বাস প্রদান করেন তিনি।