কাপ্তাই সেনাজোন কর্তৃক জেএসএস সশস্ত্র কালেক্টর আটক
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি কাপ্তাই সেনা জোন বাংগালহালীয়া ক্যাম্প এর সদস্যরা গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে জেএসএস’র সমর্থক সশস্ত্র চাঁদাবাজকে আটক করে। বুধবার বাংগালহালীয়া সেনা ক্যাম্প সদস্যরা অংহলা প্রু মারমাকে(৫৫)আটক করে বলে পুলিশ ও সেনা সূত্র জানিয়েছে।
সেনাক্যাম্প সূত্র জানায়, রাজস্থলী উপজেলার ছাগল খাইয়া এলাকায় আটক কালেক্টর অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদা সংগ্রহ করছে। তার নিকট হতে একটি এলজি,২রাউন্ড গুলি এবং চাঁদার নগদ অর্থ ও মোবাইল জব্দ করা হয়। সে দীর্ঘ দিন যাবৎ অস্ত্রের ভয় দেখিয়ে সাধারন পাহাড়ী ও বাংগালীদের নিকট হতে চাঁদা আদায় করে আসছিল। তার বাড়ী বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলার কচ্ছপতলী এলাকায়। আটক ব্যক্তিকে সেনাবাহিনী কর্তৃক চন্দ্রঘোনা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।