প্রবারণা পূর্ণিমা উপলক্ষে মানিকছড়ির ১০১টি বৌদ্ধ বিহারে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ
॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে মানিকছড়ি উপজেলাধীন ১০১টি বৌদ্ধ বিহারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুর ১২টায় মানিকছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উপহার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন। এ সময় মহিলা ভাইস চেয়ারম্যান ডলী চৌধুরানী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ তৌহিদ-উজ-জামান, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংশেপ্রু মারমাসহ বিভিন্ন বৌদ্ধ মন্দির পরিচালনা কমিটি নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এ বছর প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রবারণা পূর্ণিমা উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধিনে জিআর খাদ্য শস্য আওতায় উপজেলার প্রতিটি মন্দিরে ৫শ কেজি করে ১০১টি বৌদ্ধ মন্দিরে ৫০টন ৫শ কেজি চাল প্রদান করা হয়।
এ সময় অতিথিরা বলেন, বর্তমান সরকার সকল ধর্মের মানুষের প্রতি আন্তরিক বলেই প্রতি ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের জন্য তার পক্ষ থেকে উপহার দিয়ে থাকেন। তারই ধারাবাহিতা এবারও উপজেলার ১০১টি বৌদ্ধ মন্দিরে ৫০টন ৫শ কেজি চাল উপহার হিসেবে বিতরন করা হলো। এ উপহার কিছুটা হলেও আপনাদের উপকারে আসবে। তাছাড়া সকল ধর্মের মানুষ যাতে মিলেমিশে তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারে সেদিকে সকলকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান।