[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
লামায় ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিতে মোবাইল কোর্ট এর জরিমানাচলতি ডিসেম্বরেই পার্বত্য চট্টগ্রামে ই-লার্নিং স্কুল চালু করা হবে- পার্বত্য উপদেষ্টাতথ্য অফিসের আয়োজনে বাঙ্গালহালিয়ায় নারী সমাবেশ অনুষ্ঠিতকাপ্তাইয়ে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক টাইফয়েড টিকাদানে উঠান বৈঠকরাঙ্গামাটির কাপ্তাইয়ে শিক্ষক-কর্মচারীরা মানববন্ধনে, শিক্ষার্থীরা খেলার মাঠেঅনেক প্রকার শাক সবজি এক সাথে রান্না করলে সুষম পুষ্টি বজায় থাকে১০আর.ই ব্যাটালিয়ন কর্তৃক শিক্ষার্থীদেও মাঝে শিক্ষা সামগ্রী বিতরণদীঘিনালায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ফায়ার সার্ভিসের মহড়াখাগড়াছড়ির রামগড়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিতরাঙ্গামাটির রাজস্থলীতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন কমান্ডার’র বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন,আর্থিক সহায়তা প্রদান

১০৮

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

পার্বত্য অঞ্চলে স্থিতিশীল শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখার লক্ষ্যে সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আওতাধীন এলাকায় নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যান মূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ত্রান বিতরণ, অসহায় গরীব শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, বিভিন্ন প্রতিষ্ঠান ও আর্থ সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে গুইমারা রিজিয়ন।

এরই ধারাবাহিকতায় সোমবার (৩ অক্টোবর) সকাল ১০ টায় খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের আওতাধীন সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামাল মামুন বিএএমএস, এনডিসি, পিএসসি, জি। এ সময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দদের নিকট আর্থিক সহায়তা প্রদান করেন তিনি। এ বছর গুইমারা রিজিয়নের আওতাধীন বিভিন্ন মণ্ডপে দুই লক্ষাধিক টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন গুইমারা রিজিয়ন কমান্ডার।

বিতরনকালে তিনি বলেন, পার্বত্য অঞ্চলের মানুষ শান্তি সম্প্রীতি বজায় রেখেই এক সাথে মিলেমিশে বসবাস করে আসছে। তাই বর্তমান সরকারও পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ে আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি শান্তি, সম্প্রীতি বজায় রাখতে সরকারকে সহযোগিতার মাধ্যমে কাজ করছি। শারদীয় দুর্গা উৎসবে পাহাড়ে বসবাসরত সকল সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণে সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে।

পরিদর্শনকালে গুইমারা রিজিয়নের বি.এম মেজর মোঃ আহসান উজ জামান, উপজেলা চেয়ারম্যান মেমং মারমা, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার মোতাছেম বিল্লাহ, মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রশিদ উপস্থিত ছিলেন।