খাগড়াছড়িতে পূজামণ্ডপ পরিদর্শনে কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা নিকি রোয়াজা
॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥
ত্রিপুরা সনাতনী ও হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার বিভিন্ন মন্ডপে পরিদর্শন করেছেন কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা ভবেশ্বর রোয়াজা নিকি। সোমবার (৩অক্টোবর) সন্ধ্যায় খাগড়াছড়ির সদরে পাঁচ মাইল দূর্গামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য উপ-কমিটির সদস্য, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক উপ-ধর্ম বিষয়ক সম্পাদক ও নর্দান ইউনিভার্সিটি ছাত্রলীগের সাবেক সভাপতি ভবেশ্বর রোয়াজা নিকি।
পূজামন্ডপ পরিদর্শনকালে ত্রিপুরা সনাতনী ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন।
এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক সঞ্জয় ত্রিপুরা, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি অরুনাশীষ রোয়াজা, গোলাবাড়ি ইউনিয়নের সদস্য সমাপন ত্রিপুরা, পাঁচ মাইল দূর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি জমেন্দ্র লাল ত্রিপুরা, সাধারণ সম্পাদক নির্মল ত্রিপুরা (মন্টু), ছাত্রলীগ নেতা রতন জ্যোতি ত্রিপুরাসহ পূজা উদযাপন কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে তিনি সকাল থেকে জেলার রামগড়, মাটিরাঙ্গা, দীঘিনালায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে সবার সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন এবং পূজামন্ডপের নিরাপত্তা নিশ্চিতসহ সার্বিক বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও মতামত প্রদান করেন। এসময় স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং দূর্গাপূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।