খাগড়াছড়িতে পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন পুলিশ সুপার মো: নাইমুল
॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥
ত্রিপুরা সনাতনী ও হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার বিভিন্ন মন্ডপে পরিদর্শন করেছেন খাগড়াছড়ির পুলিশ সুপার মোঃ নাইমুল হক পিপিএম। রবিবার (২ অক্টোবর) বিকেলে পানছড়িতে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন পুলিশ সুপার ।
পূজামন্ডপ পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন এবং কর্তব্যরত পুলিশ ও আনসার সদস্যদের পূজামন্ডপের নিরাপত্তা নিশ্চিতসহ সার্বিক বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় স্থানীয় জেলা পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তাগণ এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।