[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

[/vc_column_text][/vc_column][/vc_row]

মাটিরাঙ্গার সাত দুর্গাপুজা মন্ডপে প্রণামী বিতরণ

১০৪

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

মাটিরাঙ্গায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে মাটিরাঙ্গার সাতটি দুর্গাপুজা মন্ডপে ভারত প্রত্যাগত শরনাথী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুই প্রু চৌধুরীর প্রণামী বিতরণ করা হয়েছে।

রবিবার (২ অক্টোবর) সন্ধ্যার দিকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হিরন জয় ত্রিপুরা বিভিন্ন দুর্গাপুজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দের হাতে এসব প্রণামী বিতরণ করেন।

মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মোঃ জহিরুল ইসলাম খোন্দকার ও মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সদস্য প্রীতিময় ত্রিপুরা প্রমুখ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী বলে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ অবাধে ধর্মাচরণ করতে পারছে। বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় থাকতে স্বাধীনভাবে কেউ ধর্মীয় আচার অনুষ্ঠান করতে পারেনি।