পেশাদার গরু চোর যুবলীগ নেতাকে বহিষ্কার !
॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥
সম্প্রতি মানিকছড়ি উপজেলায় একাধিক গরু চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনার সাথে সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আলাউদ্দিন ওরফে আলী জড়িত থাকার অভিযোগে গত ২৯ সেপ্টেম্বর রাতে তাকে আটক করে পুলিশ। আটকের পর গত ৩০ সেপ্টেম্বর মানিকছড়ি থানায় একটি মামলা দায়ের করে তাকে জেল হাজতে প্রেরণ করে পুলিশ। পরে আলীর বাড়ির অদূরে নির্মিত একটি গোয়াল ঘর থেকে একাধিক গরুও উদ্ধার করা হয়।
রবিবার (২ অক্টোবর) সকালে ১নং মানিকছড়ি ইউনিয়ন যুবলীগ’র সভাপতি মোঃ আবুল হাসেম ও সাধারণ সম্পাদক মোঃ সেলিম মিয়া স্বাক্ষরিত বিজ্ঞতিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মানিকছড়ি সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. আলাউদ্দিন ওরফে আলীকে বহিষ্কার করা হয়েছে। জানা গেছে, সম্প্রতি উপজেলায় অসংখ্য গরু চুরির ঘটনার সাথে তিনি জড়িত ছিলেন। বর্তমানে তিনি জেল হাজতে আছে।
ঘটনার সত্য নিশ্চিত করে মানিকছড়ি থানার ওসি মোহাম্মদ শাহনূর আলম জানান, আটককৃত আলা উদ্দিন একজন পেশাদার গরু চোর। তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর জেলহাজতে পাঠানো হয়েছে।