[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
খাগড়াছড়িতে অপহৃত ৫শিক্ষার্থীর মধ্যে লংঙি ম্রো বান্দরবান উপজেলা আলীকদমেরখাগড়াছড়ির রামগড়ে দুই কোচিং সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানাখাগড়াছড়ির রামগড়ে দুই বসতবাড়ি আগুনে ভষ্মিভুতদীঘিনালায় গার্ল গাইডস এসোসিয়েশনের ৫দিনব্যাপি বিজ্ঞপাখি মৌলিক প্রশিক্ষণ সম্পন্নখাগড়াছড়ির দীঘিনালায় বাড়ির সদস্যদের অজ্ঞান করে দূর্ধষ চুরিগুণগত শিক্ষা জাতিগত ভেদাভেদ ভুলিয়ে দিতে পারবে: রাঙ্গামাটিতে জলখেলি অনুষ্ঠানে সুপ্রদীপনৃ-গোষ্ঠীর আগে ক্ষুদ্র শব্দটি ব্যবহার করতে চাই না: জলকেলীতে উপদেষ্টা সুপ্রদীপবান্দরবানের আলীকদমে মার্মা সম্প্রদায়ের মাহাঃ সাংগ্রাই পোয়েঃ-২০২৫ উৎসব পালনপুরোনো দিনের গ্লানি মুছে যাক সাংগ্রাইয়ের মৈত্রীময় জলেবান্দরবানের থানচিতে খ্রীস্টান সম্প্রদায়ের গুড ফ্রাইডের উপহার দিলেন সেনাবাহিনী
[/vc_column_text][/vc_column][/vc_row]

নির্মিত সেতুটি কোন কাজে আসছে না

রাস্তার অভাবে নানিয়ারচরে মাছ কোম্পানি পাড়ার শতাধিক পরিবারের দুর্ভোগ

১৩৭

॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥

রাঙামাটির নানিয়ারচরে ৩নং বুড়িঘাট ইউনিয়নে মাছ কোম্পানি গ্রামে একটি রাস্তার অভাবে দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রায়ই শতাধিক পরিবারের মাঝে। সংযোগ রাস্তার কোন উন্নয়ন ছাড়াই সেখানে একটি সেতু নির্মাণ করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ রাস্তা না হওয়াতে এই সেতুটি কোন কাজে আসছে না।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বুড়িঘাট বাজার থেকে মাছ কোম্পানি গ্রামের দূরত্ব ১কিঃমি। সংযোগস্থলের মাঝে ছোট একটি কালভার্ট সেতু করা হলেও রাস্তার বেহাল অবস্থা। রাস্তার এখনো উন্নয়ন করা হয়নি। এই রাস্তা দিয়ে মাছ কোম্পানির লোক ছাড়াও হাতিমারা গ্রামের কয়েকটি পরিবার আসা যাওয়া করে থাকে। এই রাস্তা ছাড়া বুড়িঘাট বাজারের সাথে অত্র গ্রামের মানুষের চলাচলের বিকল্প পদ্ধতি নৌকা।

মাছ কোম্পানি গ্রামের সোহেল বলেন, মানুষের চলাচলের জন্য সেতু নির্মাণ করা হয়েছে। কিন্তু রাস্তা নির্মাণ করা হয়নি। রাস্তা নির্মাণ না করাতে এ সেতু কোন কাজে আসছেনা। সরকার যদি এই রাস্তাটা ইট সলিং করে দেয় তাহলে আমাদের সকলের জন্য উপকার হবে। আমি গ্রামবাসীর পক্ষ থেকে রাস্তা নির্মাণের জন্য জনপ্রতিনিধিদের কাছে আবেদন করছি।

একি গ্রামের ব্যবসায়ী মনির হোসেন বলেন, বুড়িঘাট বাজারের সাথে গ্রামের মানুষের সংযোগস্থলের মাঝে ২০১৯-২০ সালে একটি কালভার্ট নির্মাণ করা হয়। কিন্তু যেখানে রাস্তার অবস্থা খারাপ সেখানে ব্রিজ কোন কাজে আসছেনা। যাতায়াতের জন্য মানুষের ব্যাপক সমস্যা হচ্ছে। বিশেষ করে বর্ষার সময় স্কুলে পড়া ছাত্র-ছাত্রীদের জন্য এটি সমস্যা হচ্ছে। এই সমস্যা সমাধানের জন্য তিনি স্থানীয় জনপ্রতিনিধিদের সুদৃষ্টি কামনা করেন এবং দ্রুত ইট সিলিং রাস্তা নির্মাণের দাবি জানান।

স্থানীয় ইউপি সদস্য মোস্তফা খান বলেন, মাছ কোম্পানির এলাকায় সেতু নির্মাণ করা হয়েছে গ্রামের মানুষের চলাচলের সুবিধার জন্য। সেতু হওয়ায় এলাকার মানুষের উপকার হয়েছে। এখন বাজার থেকে যদি মাছ কোম্পানির এলাকা পর্যন্ত ইট সিলিং রাস্তা নির্মাণ করা হয় তাহলে গ্রামের মানুষের যাতায়াতের আরো অনেক সুবিধা হবে।

স্থানীয় সরকার প্রকৌশলের অধিদপ্তরের নানিয়ারচর উপজেলা প্রকৌশলী প্রনব রায় বলেন, বুড়িঘাটে মাছ কোম্পানি এলাকায় সেতু নির্মাণের বিষয়টি আমার জানা আছে। তবে আমাদের কাঁচা সড়ক নির্মাণের কোন সুযোগ নেই। স্থানীয় এলাকাবাসীর জোরালো পরিপ্রেক্ষিতে সেখানে সেতুটি নির্মাণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে সেতুটি নির্মাণ করা হয়েছে। এখন শুধু রাস্তাটা করা বাকি আছে। আমাদের হাতে আর কিছু করার নেই। তবে জেলা পরিষদ বা উন্নয়ন বোর্ড চাইলে পদক্ষেপ নিতে পারে।