মানিকছড়িতে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে সনাতন সমাজ কল্যাণ পরিষদ’র বস্ত্র বিতরণ
॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
মানিকছড়িতে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে সনাতন সমাজ কল্যাণ পরিষদ’র মানিকছড়ি উপজেলা শাখার পক্ষ থেকে অসহায়, গরিব ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (১ অক্টোবর) সন্ধ্যায় মানিকছড়ি উপজেলার শ্রী শ্রী রাজশ্যামা কেন্দ্রীয় কালী মন্দিরে সনাতন সমাজ কল্যান পরিষদ’র সাধারণ সম্পাদক ডা. অমর কান্তি দত্ত’র সঞ্চালনায় ও সভাপতি রুপেন পাল’র সভাপতিত্বে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী, উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য মোঃ মাঈন উদ্দিন, ওসি মোঃ শাহনূর আলম, ১নং মানিকছড়ি ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান ফারুক, সনাতন সমাজ কল্যাণ পরিষদের উপদেষ্টা কেশব লাল দে, অজিত কুমার নাথ, সহ-সভাপতি রতন কুমার দে, মন্দির পরিচালনা কমিটির সভাপতি বাদল বরণ সেন, সাধারণ সম্পাদক তুষার পালসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ সময় অসহায় নারী-পুরুষের মাঝে ধুতি, লুঙ্গি ও শাড়ি বিতরন করেন অতিথিরা।