আলীকদমে স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
॥ সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ,আলীকদম ॥
বান্দরবানের আলীকদম উপজেলায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে শেষ হয়েছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় আর্দশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শুভ রঞ্জন বড়ুয়ার সভাপতিত্বে ও মোঃ আলমগী হোসেন এর সঞ্চালনায় সম্মেলন উদ্বোধন করেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাদেক হোসেন চৌধুরী।
উক্ত সম্মেলনে প্রধান বক্তায় বক্তব্য রাখেন বান্দরবান পার্বত্য জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সিং থোয়াই অং মার্মা।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বান্দরবান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী।
উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বান্দরবান জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী প্রকাশ বড়ুয়া,জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন ও যুগ্ম-সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী বাবর, বান্দরবান জেলা আওয়ামীলীগের সদস্য অংশৈ থোয়াই মার্ম। উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সমরঞ্জন বড়ুয়া,সহ সভাপতি কামরুল হাসান টিপু।
অতিথিদের বক্তব্যের শেষে অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
দ্বিতীয় অধিবেশনে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্বাচিত উইলিয়াম মার্মা ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন মোঃ জমির উদ্দীন ঘোষণা দেন।
আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য দুংড়ি মং মার্মা,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান কফিল উদ্দীন বিএসসি, সদর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দীন,৪নং কুরুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রাত পুং ম্রো,সাবেক চেয়ারম্যান ফেরদৌস রহমান, সাবেক চেয়ারম্যান ফোগ্য মার্মা,উপজেলা মহিলা আওয়ামী লীগে সাবেক সভানেত্রীর এনুচা মার্মা, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।