পর্যটকদের ক্লান্তি দূর করতে বান্দরবান ট্যুরিষ্ট পুলিশের ভিন্ন উদ্যেগ
॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে পর্যটকদের জন্য বিশুদ্ধ ও সুপেয় পানি সরবরাহ কেন্দ্র স্থাপন করেছে বান্দরবান ট্যুরিষ্ট জোন পুলিশ। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকালে নিলাচল পর্যটন কেন্দ্রে ট্যুরিস্ট পুলিশ উদ্যেগে পর্যটকদের মাঝে পানি বিতরণ করেন ট্যুরিস্ট পুলিশের জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহাঙ্গীর আলম।
এসময় ট্যুরিস্ট পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার হোসেন, উপ-পরিদর্শক নুরুজ হাসান হাওলাদার, আনোয়ার হোসেন,এ এস আই ফারুক হোসেন,মাজ্যারুল ইসলাম,রাজিব চাকমা আনোয়ার হোসেন সহ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্য প্রাণকেন্দ্র নীলাচলের পর্যটকদের আনাগোনা বাড়তে থাকে। তাদের রৌদ্রময় ক্লান্তি দূর করতে প্রাণকেন্দ্র নিলাচলে সড়কে দুপাশে বসানো হয় দুটি বিশুদ্ধ ও সুপেয় পানি ফিল্টার স্থাপন করানো হয়। ভ্রমন পিপাসুরা ক্লান্তি দূর করতে সে বিশুদ্ধ ফিল্টার থেকে পানি পান করে তৃঞ্চার্থ মেটাচ্ছেন। এই ব্যতিক্রমী উদ্যেগ দেখে পর্যটকরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবং এই উদ্যেগ প্রতিদিন নেওয়ার জন্য ট্যুরিস্ট পুলিশ প্রতি আহব্বান জানান।
ট্যুরিস্ট পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহাঙ্গীর আলম বলেন, পর্যটন দিবস উপলক্ষ্যে পর্যটকদের জন্য ব্যাতিক্রম উদ্যেগ হাতে নিয়েছি। পর্যটন দিবস উপলক্ষ্যে জেলা টুরিস্ট পুলিশের পক্ষ হতে আগত পর্যটকদের সুপেয় পানির ব্যাবস্থা রাখা হয়েছে,সকল পর্যটক এই সুবিধা উপভোগ করতে পারবেন।
তিনি আরো বলেন, জেলা টুরিস্ট পুলিশের নিয়মিত টিম ছাড়াও সাদা পোষাকে আমাদের টিম জেলায় আগত টুরিস্টদের নিরাপত্তায় জেলার টুরিস্ট স্পট গুলোতে কাজ করছে।সর্বপরি ভ্রমন প্রিয় দেশের সকল জেলা হতে আগত পর্যটকদের পর্যটন নগরী বান্দরবানে নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের মূল উদ্দেশ্য।