রাঙ্গামাটিতে বিশ্ব পর্যটন দিবস পালিত
পযর্টন শিল্প বিকাশে স্থানীয় সকলকেও ভূমিকা পালন করতে হবে
॥ আরিফুর রহমান ॥
বর্ণাঢ্য আয়োজনে রাঙ্গামাটিতে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে রাঙ্গামাটি জেলা পরিষদ ও জেলা প্রশাসনের আয়োজনে র্যালী বের করা হয়। শহরের চম্পকনগর থেকে শুরু হয়ে র্যালীটি জেলা পরিষদ ভবনে গিয়ে শেষ হয়। এরপর পরিষদের এনেক্স ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটি আসনের সাংসদ দীপংকর তালুকদার, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, পুলিশ সুপার মীর আবু তৌহিদ, জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মোহাঃ আশরাফুল ইসলাম, রাঙ্গামাটি পর্যটন বিষয়ক কমিটির আহ্বায়ক নিউচিং মারমা।
এসময় প্রধান অতিথি বলেন, রাঙ্গামাটিতে পর্যটন শিল্প বিকাশে সবচেয়ে বড় বাধা অবৈধ অস্ত্রধারীরা। রাঙ্গামাটিতে ৪টি অবৈধ সশস্ত্র গ্রপ সক্রিয়। যখনই উদ্যোক্তারা কিছু করতে চায় বাধা আসে। এখানে কাজ করারটা অন্য যেকোন জায়গা থেকে কঠিন। তিনি আরো বলেন, পযর্টন শিল্প বিকাশে পর্যটক এবং স্থানীয় সকলকে ভূমিকা পালন করতে হবে। এখনি সময় রাঙ্গামাটিতে পর্যটন শিল্পের বিকাশে মডেল তৈরি করার। ইতিমধ্যে কাপ্তাই লেক বিশুদ্ধ করতে চেষ্টা করছি। সাজেকে বিশুদ্ধ পানির জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। সকল সাধারণ মানুষ সংঘবদ্ধ হয়ে পর্যটন উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।