নানিয়ারচরে পর্যটন দিবস পালিত
॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥
রাঙ্গামাটির নানিয়ারচরে পর্যটন দিবস পালিত হয়েছে। ‘পর্যটনের নতুন ভাবনা’ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে একটি র্যালি বের করা হয় এবং র্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নিবার্হী অফিসার মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রগতি চাকমা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুর জামাল হালদার, নানিয়ারচর থানা অফিসার ইনচার্জ সুজন হালদার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কমচারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনায় বক্তারা বলেন, উপজেলার পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে বিভিন্ন খাতে। সেই খাতগুলোতে আগামীতে আরো সৌন্দর্য মণ্ডিত করে তোলার জন্য সকলকে নিজ নিজ ক্ষেত্র থেকে কাজ করার আহবান জানান।