[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

[/vc_column_text][/vc_column][/vc_row]

কাপ্তাইয়ে বিশ্ব পর্যটন দিবস পালন

১২৪

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির কাপ্তাইয়ে বিশ্ব পর্যটন দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) পর্যটনের নতুন ভাবনা” প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি পালন করা হয়।

কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে পরিষদের সম্মেলন কক্ষ কিন্নরীতে র‌্যালী ও আলোচনা সভা হয়েছে। এতে সভাপতিত্ব করে নির্বাহী অফিসার মুনতাসির জাহান।
প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক।

দিবসটি উপলক্ষে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারজান হোসাইন, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন, কাপ্তাই থানার উপ পরিদর্শক ফারুক আহমেদ ও কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কবির হোসেন।

বক্তারা বলেন, কাপ্তাইয়ে পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে। শান্তিশৃঙ্খলা থাকলে পর্যটনে ভরপুর হবে।এবং প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে এলাকার অর্থনৈতিক উন্নয়ন ঘটানো সম্ভব।