দীঘিনালায় পুকুরে ডুবে একই পরিবারর ২ শিশুর মৃত্যু
॥ দীঘিনালা উপজেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় কবাখালী ইউনিয়ন মুসলিম পাড়া এলাকার সকালে পুকুরে পানিতে ডুবে একই পরিবারে দুই শিশুর অকাল মৃত্যু হয়েছে।
সোমবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার কবাখালী ইউনিয়নের মুসলিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফারহান হোসেনের বয়স আড়াই বছর মোঃ কামাল হোসেন এর ছেলে ও নুসরাত জাহান (২) মোঃ নুর আলমের মেয়ে। নিহত শিশুদের পিতা মোঃ কামাল হোসেন ও মোঃ নুর আলম সম্পর্কে চাচা ভাতিজা এবং একই বাড়িতে বাস করে।
মোঃ কামাল হোসেন জানায়, আমার ছেলেকে ও আমার ছোট চাচাতো বোন নুসরাতকে খোজাখুজি করার পর না পাওয়া যাওয়া পরে কুকুর থেকে উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে গেলে ডাঃ মৃত্যু ঘোষণা করে।
এবিষয়ে ১নং ওয়াড়র্ের ইউপি সদস্য মোঃ আব্দুল আলিম বলেন, ‘শিশু দুইটি একসাথে পুকুরের পাড়ে খেলা করছিলো। হঠাৎ বেখেয়ালে পুকুরের পানিতে পড়ে যায়। এরপর স্থানীয় প্রতিবেশিদের নজরে আসলে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তব্যরত উপ- সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার প্রমেশ চাকমা বলেন, ‘শিশু দুইটি হাসপাতালে পৌছনোর আগেই মারা গেছে।