[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
খাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতারইসরাইল কর্তৃক ফিলিস্থিনে গণহত্যার প্রতিবাদে রাঙ্গামাটিতে ওয়ার্ল্ড পীস্’র মানববন্ধনঢাকা রমনা লেকে ফুল ভাসিয়ে ফুলবিঝু উৎসব পালন করলেন পার্বত্য উপদেষ্টাখাগড়াছড়ির দীঘিনালায় ফুল বিঝু‘র র‌্যালী ও মাইনী নদীতে ফুল দিয়ে গঙ্গাদেবীকে পূজাবাঘাইছড়িতে বর্ণাঢ্য র‌্যালী ও কাচালং নদীতে ফুল ভাসিয়ে বিঝু শুরুপাহাড়ের বিঝু মেলাতে পাঁজন তরকারি খুবই জনপ্রিয়দক্ষিণ চট্টগ্রামের সর্ব-বৃহৎ কো-অপারেটিভ ‘মৌচাকের’ ৩০ তম সাধারণ সভা অনুষ্ঠিতবান্দরবানের আলীকদমে মাতামুহুরী ও তৈন খালে ফুল ভাসিয়ে বিষু-বিজু উৎসব শুরুবান্দরবানে গত তিন মাসে অপহৃত হয়েছে ৪৯জন, আতঙ্কে স্থানীয়রাপাহাড়ের সময় অনলাইন পোর্টাল আগামী ৭২-৯৬ ঘন্টা বন্ধ থাকবে
[/vc_column_text][/vc_column][/vc_row]

বাসুদেব অনাথ আশ্রম কর্তৃক আয়োজিত ত্রিপুরা সনাতনী গীতা সংঘের তত্বাবধানে

চট্টগ্রামে সনাতনী ত্রিপুরা জাতির ধর্ম, শিক্ষা ও সামাজিক প্রেক্ষাপট” শীর্ষক মতবিনিময় সভা

১৭৪

॥ দহেন বিকাশ ত্রিপুরা, চট্টগ্রাম থেকে ফিরে ॥

শুভ মহালয়া উপলক্ষে চট্টগ্রাম শ্রীশ্রী বাসুদেব অনাথ আশ্রম কর্তৃক আয়োজিত ত্রিপুরা সনাতনী গীতা সংঘের সার্বিক তত্বাবধানে “সনাতনী ত্রিপুরা জাতির ধর্ম, শিক্ষা ও সামাজিক প্রেক্ষাপট” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলার হাটহাজারি উপজেলার নন্দীরহাটের নেহালপুর এলাকাস্থ চট্টগ্রাম শ্রীশ্রী বাসুদেব অনাথ আশ্রম মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বাসুদেব অনাথ আশ্রমের সহকারি পরিচালক উপেন বিকাশ ত্রিপুরা ও ত্রিপুরা সনাতনী গীতা সংঘের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ত্রিপন জয় ত্রিপুরার সঞ্চালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীশ্রী বাসুদেব অনাথ আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ বিপ্লব চৈতন্য ব্রহ্মচারী মহারাজ। সভায় ত্রিপুরা সনাতনী গীতা সংঘের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বাংলা একাডেমী পদকপ্রাপ্ত প্রভাংশু ত্রিপুরার সভাপতিত্বে মহান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন উপ-মহাব্যবস্থাপক দীনময় রোয়াজা।


এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের পানছড়ি উজেলা শাখার সভাপদি বাদশা কুমার ত্রিপুরা, কার্বারী এসোসিয়েশনের মাটিরাঙ্গা উপজেলা শাখার সাধারণ সম্পাদক যতীন বন্ধু ত্রিপুরা, মহিলা কার্বারী ও ইউপি সদস্য গৌরি মালা ত্রিপুরা, ত্রিপুরা সনাতনী গীতা সংঘের মানিকছড়ি উপজেলা শাখার সভাপতি রবিন্দ্র ত্রিপুরা প্রমুখ। এসময় খাগড়াছড়ি পার্বত্য জেলার ত্রিপুরা জনপ্রতিনিধি, হেডম্যান-কার্বারি, ছাত্র-শিক্ষক, অভিভাবক ও ছাত্র সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

উদ্বোধকের বক্তব্যে শ্রীশ্রী বাসুদেব অনাথ আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ বিপ্লব চৈতন্য ব্রহ্মচারী মহারাজ বলেন, অনাথ আশ্রমের প্রত্যেক শিক্ষার্থীই এক একজন আশ্রম হয়ে উঠবে। পাহাড়ের ত্রিপুরা সনাতনী শিক্ষার্থীদের জন্য সকল সনাতনী সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে। বৃহৎ স্বার্থ অর্জন করতে হলে ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করতে হবে।
অতিথির বক্তব্যে দীনময় রোয়াজা বলেন, ১বছর আগে আশ্রমের শিক্ষার্থীর সংখ্যা ১০০জন। ১বছর পরে এসে দেখলাম ৪০০জন শিক্ষার্থী। আশ্রমের প্রতিটি শিক্ষার্থীই দেবতার পুত্র। আশ্রমে শেষ পর্যন্ত থেকে প্রতিষ্ঠিত হয়ে এক একজন আলোকিত মানুষ হয়ে গড়ে উঠবে-এমনটাই প্রত্যাশা।

সভায় অন্যান্য অতিথিরা বলেন,সনাতনী ত্রিপুরা সমাজকে আর্থ-সামাজিকসহ উন্নয়নে পথে এগিয়ে নিতে সচেতন সমাজকে আরো এগিয়ে আসতে হবে। স্ব স্ব এলাকার কার্বারী ও সুশীল সমাজ যদি একটু সচেতন, একদিন আলোকিত সমাজ গড়ে উঠবে। পরিশেষে, বাসুদেব অনাথ আশ্রমের ত্রিপুরা শিক্ষার্থী ও সমাজে অবহেলিত ত্রিপুরা জনগোষ্ঠীকে নিজ নিজ জায়গা থেকে সাহায্য ও সহযোগিতা করার আশ্বাস দেন বক্তারা।

সভা শেষে অতিথিদের পক্ষ থেকে বাসুদেব অনাথ আশ্রমের শিক্ষার্থীদের পুরষ্কারস্বরুপ স্কুল ব্যাগ প্রদান করা হয়।