খাগড়াছড়ির পেরাছড়া ইউনিয়নে বিট পুলিশিং সভা
॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়ির সদরের পেরাছড়া ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে জেলা শহরের ৪নং পেরাছড়া ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ির অতিরিক্ত জেলা পুলিশ সুপার (সদর সার্কেল) জিনিয়া চাকমা বলেন, বিট পুলিশিং কার্যক্রম নিয়ে সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতায় সব ধরনের অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিট পুলিশিং কার্যক্রম।
পুলিশি সেবা আরও গতিশীল ও কার্যকরের লক্ষ্যে জঙ্গি ও সন্ত্রাসী কার্যক্রমসহ কমিউনিটি পুলিশের ন্যায় বিট পুলিশিংয়ের ফলে এলাকার অপরাধী এবং অপরাধের প্রকৃতি সম্পর্কে দ্রুত বিস্তারিত জানা যাবে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশের বন্ধুত্বপূর্ণ মনোভাব সৃষ্টি হবে। পুলিশের জন্য এলাকার বিভিন্ন বিষয়ে তথ্য জানাসহ অপরাধ দমন ও সহজে রহস্য উৎঘাটন করা যাবে।
অনুষ্ঠানে পেরাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরার সভাপতিত্বে এসআই উইলিয়াম ত্রিপুরার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি সদর থানা অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান, নারী উদ্যোক্তা শাপলা দেবী ত্রিপুরা। এসময় উপস্থিত ছিলেন পেরাছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিম্বীসার খীসা, পেরাছড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি প্রশান্ত ত্রিপুরা (কালা) ও সাধারণ সম্পাদক নির্মল ত্রিপুরা মন্টু, হেডম্যান-কার্বারী, ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ।