বান্দরবানে ইউপি পর্যায়ের যুবলীগের ত্রি-বার্ষিকী সম্মেলন
সভাপতি মোঃ জসিম, সাধারণ- রবিউল
॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥
বান্দরবানের সদর উপজেলায় ইউনিয়ন পর্যায়ের যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে সদর উপজেলার ৪নং সুয়ালক ইউনিয়নের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়। পরে শুরু হয় আলোচনা সভা।
সম্মেলনের বাংলাদেশ আওয়ামী যুবলীগের সদস্য সচিব ক্যচিং মারমা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ।
এদিকে বার্ষিকী সম্মেলনের পরে শুরু হয় ভোট গ্রহন। ভোট গ্রহন শেষে ইউনিয়ন শাখার পর্যায়ের যুবলীগের কমিটিতে ১৩ জনের কমিটি বিশিষ্ট ঘোষণা করা হয়। এসময় জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত মাধ্যমে যুবলীগের সভাপতি পদে মোঃ জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক পদে রবিউল আলমকে ঘোষণা করা হয়।
সম্মেলনের বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মোঃ মোজ্জামেল হক বাহাদুর,বাংলাদেশ আওয়ামী যুবলীগের নির্বাহী সদস্য আবুল কালাম আজাদ,সদর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এয়াকুব চৌধুরী, যুবলীগের আহ্বায়ক কেলুমং মারমা, যুগ্ম আহ্বায়ক মোঃ ওমর ফারুক, পৌর যুবলীগের সভাপতি আকবর হোসেন, উপ-প্রচার সম্পাদক রানা চৌধুরী, যুব নেতা লুসাই মং মারমা, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ নাসির উদ্দিনসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।