শেখ রাসেল দিবসে কাপ্তাইয়ে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাইয়ে শেখ রাসেল দিবস উপলক্ষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে উপজেলা মিলনায়তনে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান প্রতিযোগিতার উদ্বোধন করে। এসময় শিক্ষা কর্মকর্তা মোঃ ইদ্রিছ, সহকারী শিক্ষা অফিসার আশীষ কুমার আচার্য, নিরালা চাকমা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা, তথ্য সেবা কর্মকর্তা তাহমিনা সুলতানা সহ বিভিন্ন বিদ্যালযের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।