লামায় উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও রেড ক্রিসেন্টের নগদ অর্থ প্রদান
সঞ্চয়ী মানসিকতা না থাকলে জাতি উন্নতি করতে পারেনা- পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর
॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥
পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, সঞ্চয়ী মানসিকতা না থাকলে কোন জাতি উন্নতি করতে পারেনা। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি লামা উপজেলার সদর ইউনিয়নে মেওলারচর, বৈল্যারচর গ্রামের ১২৯ জনকে ৩০ হাজার টাকা করে প্রদান করেছে। সরকার ও উন্নয়ন সংস্থা গুলো যে পুঁজি আপনাদের দিচ্ছে তা যথাযথ ব্যবহার করে স্বনির্ভর হতে হবে। আপনাদের উন্নতি দেখলে দাতা গোষ্ঠী এই এলাকায় উন্নয়নে আরো উৎসাহী হবে।
শনিবার (২৪ সেপ্টেম্বর) সকালে বান্দরবানের লামা উপজেলার সদর ইউনিয়নে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সুফলভোগীদের মাঝে নগদ অর্থ বিতরণকালে জনসভায় এইসব কথা বলেন, পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। সকাল সাড়ে ১১টায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে নির্মিত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী। পার্বত্য মন্ত্রীর আগমনে লামা ও পার্শ্ববর্তী চকরিয়া উপজেলা হতে হাজার হাজার মানুষের ঢল নামে।
মন্ত্রী আরো বলেন, জনগণের সকল চাহিদাকে মূল্য দিয়ে পাহাড়ের হাজার কোটি টাকার উন্নয়ন হচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ সহ সকল বিষয়কে মূল্যায়ন করে উন্নয়ন পরিকল্পনা সাজানো হয়েছে। গত দুই দশকে পার্বত্য অঞ্চলে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে জনগণের দৌঢ়গোড়ায় সকল নাগরিক সুবিধা পৌঁছে দিতে আমার কাজ করছি। আমরা শাসক নয় জনগণের সেবক।
বান্দরবান রেড ক্রিসেন্ট সোসাইটির সূত্রে জানা যায়, জীবিকায়ন সুফলভোগীদের মাঝে আয়বৃদ্ধি মূলক কাজের অনুকূলে লামা উপজেলার সদর ইউনিয়নের ১২৯ জন সুফলভোগীকে ৩০ হাজার টাকা করে নগদ অর্থ (চেক) বিতরণ করা হয়। আগামীতে এই প্রকল্পে পরিধি বাড়ানো হবে।
বিশাল জনসভায় ও উন্নয়ন কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট ইউনিট, বান্দরবানের ভাইস প্রেসিডেন্ট আব্দুর রহিম চৌধুরী।
এসময় আরো উপস্থিত আছেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব কাজী শফিকুল আযম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জাতীয় কমান্ডের পরিচালক (সিডি বিভাগ) মোঃ বেলাল হোসেন, বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজা, বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি অমল কান্তি দাশ, উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার সহ প্রমূখ।
এসময় পার্বত্য মন্ত্রী বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে নবনির্মিত লামা মার্কার মসজিদ কমপ্লেক্স ভবন, লামা উপজেলায় মডার্ণ হাই স্কুলের ছাত্রাবাস ভবন, ৪র্থ শ্রেণির কর্মচারীদের ক্লাব ঘর, ইয়াংছা ফয়েজুল উলুম হামিউচ্ছুনা মাদ্রাসা ভবন, ইয়াংছা রাম মন্দিরে যাতায়াতের আরসিসি রাস্তা ও কক্ষ সম্প্রসারণ এবং গজালিয়া আর্মি ক্যাম্পের সংযোগ রাস্তার শুভ উদ্বোধন করেন।