দীঘিনালায় মীনা দিবস উদযাপন
॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
নিরাপদ ও আনন্দময় পরিবেশে মানসম্মত শিক্ষা প্রতিপাদ্য ধারন করে খাগড়াছড়ি দীঘিনালা উপজেলা মীনা দিবস ২০২২ উপলক্ষে র্যালি, গল্পবলা ও সাংস্কৃতি অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদযাপন করা হয়েছে।
শনিবার(২৪ সেপ্টেম্বর) বিকাল ৩টায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে আয়োজন উপজেলা অডিটোরিয়াম সম্মেলন কক্ষে মীনা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভার সভাপতিত্বে করেন উপজেলা প্রাথমিক শিক্ষা ভারপ্রাপ্ত কর্মকর্তা স্মুমিতা ত্রিপুরা।
প্রধান শিক্ষক মোঃ বদিউজ্জামান জীবন‘র সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার সোনামিত্র চাকমা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আরফাতুল আলম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল মিন্টু, উপজেলা প্রাথকিম সহকারী শিক্ষা অফিসার হ্যাপি চাকমা, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো: এনমুল হক চৌধুরী, ডেপুটিক কমান্ডার মোঃ সেলিম, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ মাইন উদ্দিন, দীঘিনালা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম রাজু প্রমুখ। আলোচনা সভাশেষে স্কুলে ছাত্রছাত্রীরা গল্পবলা ও সাংস্কৃতি অনুষ্ঠিত হয়।