দীঘিনালায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি গঠন
॥ মোঃ সোহেল রানা দীঘিনালা ॥
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি উপজেলা শাখা’র আহবায়ক কমিটি গঠন উপলক্ষে শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় দীঘিনালা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি উপজেলা কমিটির আয়োজনে উপজেলা শাখা’র কমিটি গঠন ও শিক্ষক সম্মেলনের সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় নির্বাহী সদস্য সুভাষ দত্ত চাকমা। এতে প্রধান অতিথির বক্তব্যদেন উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান মোস্তফা কামাল মিন্টু। বিশেষ অতিথি বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মাসুদ পারভেজ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতা গণেশ চন্দ্র নাথ, মোহাম্মদ আবুল হাসেম, জুনেল চাকমা প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি খাগড়াছড়ি জেলা শাখার আহব্বায়ক মোঃ আনোয়ার হোসেন, খাগড়াছড়ি জেলা শাখার সদস্য জেসমিন ত্রিপুরা (কার্তিক) সহ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে উদায়ন চাকমা’কে আহব্বায়ক ও গণেশ চন্দ্র নাথ’কে সদস্য সচিব করে খাগড়াছড়ির দীঘিনালায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি’র ৪১ সদস্য বিশিষ্ট উপজেলা আহ্বায়ক কমিটি গঠন হয়েছে।