[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় তারাবনিয়া সড়কের দুই পাশে বৃক্ষ রোপনলামায় বাড়ির মাচাংয়ে পাওয়া গেল ৯ বছরের শিশুর মৃতদেহবৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে সরকার বিহার নির্মাণ প্রকল্প হাতে নিয়েছেক্যান্সারে আক্রান্ত ঋতুপর্ণা চাকমার ‘মা’ অর্থের অভাবে চিকিৎসাও হচ্ছে নাপানছিড়িতে ভেজা চোখে রাজকীয় বিদায় জানালেন মসজিদের ইমামকেখাগড়াছড়ির রামগড়ে চোলাইমদ সহ মাদক ব্যবসায়ী গ্রেফতাররাঙ্গামাটির বাঙ্গালহালিয়া খাল ঐতির্হ্যের নীরব সাক্ষী, অথচ দখলে দূষণে বিপর্যস্তকাপ্তাই এর কৃষক দিদার আলমের সন্ধান মেলেনি এক মাসেওসুজন এর নানিয়ারচর উপজেলা কমিটির সভাপতি উত্তম, সম্পাদক বিনয়লংগদু উপজেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘হলদে পাখি’ মতবিনিময়
[/vc_column_text][/vc_column][/vc_row]

দীঘিনালায় নৌকা ডুবে নিহত পরিবারকে সহায়তা প্রদান

৯৭

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥

খাগড়াছড়ি দীঘিনালায় নৌকা ডুবে নিহত পুষ্পলেকা চাকমা‘র (৫০) পরিবারকে নগদ অর্থ সহায়তা ও খাদ্য সামগ্রী প্রদান করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরাফাতুল আলম পুষ্পলেকা চাকমার বাড়িতে গিয়ে অর্থ সহায়তা ও খাদ্যসামগ্রী প্রদান করেন।

গত শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার উদাল বাগান ও কাটারুংছড়া ঘাটের মাঝামাঝি নদী পারাপারের সময় নৌকা ডুবির ঘটনায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। এদিকে মৃত পুষ্পলেকা চাকমার দুই ছেলের দুজনই মানসিক প্রতিবন্ধী হওয়ায় তাদের একমাত্র অভিভাবকতাদের মামার হাতে নগদ অর্থ সহায়তা সহ খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আরাফাতুল আলম তাদের অভিভাবক পুষ্পলেকা চাকমার ভাইয়ের হাতে নগদ ২৫ হাজার টাকাসহ খাদ্য সামগ্রী প্রদান করেন। এছাড়া উপজেলা প্রশাসন সব সময় পাশে থাকার আশ্বাস দেন।