[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
আগর বাগান উপকারভোগীদের সাথে কাপ্তাই বন বিভাগের সভাখাগড়াছড়ির দীঘিনালা থানায় ওপেন হাউজ ডে সভা অনুষ্ঠিতকাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসে নবনন্দন সঙ্গীতালয়ের নজরুলসঙ্গীত সন্ধ্যাবিএনপি নেতাকর্মীদের মনোবল ভেঙে দেওয়ার জন্য অপপ্রচার চালাচ্ছেরাঙ্গামাটির কাপ্তাই উপজেলা বিএনপি নেতা বটন মল্লিক বহিষ্কাররাঙ্গামাটিতে সেনা সদস্যদের অভিযানে ভারতীয় সিগারেট জব্দউৎসাহ উদ্দীপনায় রাঙ্গামাটিস্থ বলাকা ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিতরাঙ্গামাটির বাঘাইছড়িস্থ বটতলী-উগলছড়ি সড়ক পানিতে তলিয়ে আছেদীঘিনালায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম এর দাফনরাঙ্গামাটিতে হাজারো মানুষের আনন্দ উল্লাসে জশনে জুলুস পালিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

রাঙ্গামাটিতে আন্তর্জাতিক ইশারা ভাষা দিবস ও বধির সপ্তাহ ঘিরে র‌্যালি ও আলোচনা

৩৪

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটিতে “সাংকেতিক বা ইশারা ভাষা আমাদের একত্রিত করে” ও সকলের জন্য অন্তভুক্তিমূলক সম্প্রদায় তৈরি করি” প্রতিপাদ্যে জাতিসংঘ ও বিশ্ব বধির সংস্থা ঘোষিত ২৩ সেপ্টেম্বর আন্তর্জাতিক ইশারা ভাষা দিবস ও আন্তর্জাতিক বধির সপ্তাহ’২২ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় আসামবস্তিস্থ রাঙ্গামাটি বধির কল্যাণ সমিতি কার্যালয় থেকে র‌্যালি শুরু করে মাশরুম সেন্টারের সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী। রাঙ্গামাটি বধির বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ নাছির উদ্দীনের সঞ্চালনায় ও রাঙ্গামাটি বধির কল্যাণ সমিতির সভাপতি কানু দাশ গুপ্ত’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারি পরিচালক বিশ্বজীত চাকমা, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের চিকিৎসক উক্রাচিং মারমা, বিশিষ্ট সমাজ সেবক ও দৈনিক রাঙ্গামাটি পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক সুফিয়া কামাল ঝিমি, বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিঃ এর সাধারণ সম্পাদক তাপস দাশ। ইশারা ভাষায় অনুষ্ঠান সঞ্চালনা করেন রাঙ্গামাটি বধির বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা বেগম। বধিরদের পক্ষে বক্তব্য রাখেন- সাগর আলী ও টিনা চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্য আকবর হোসেন চৌধুরী- অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনারা মন খারাপ করবেন না, বর্তমানে অনেক প্রতিষ্ঠিত অনেক পরিবারেও প্রতিবন্ধী রয়েছে। প্রধানমন্ত্রী বিশেষ যে ১০টি উদ্যোগ নিয়েছেন তার মাধ্যমে প্রতিবন্ধীদের আর্থিক সহযোগিতা করা হচ্ছে। এছাড়াও তিনি রাঙ্গামাটি বধির কল্যাণ সমিতির প্রতিবন্ধীদের স্বাবলম্বী করতে সেলাই প্রশিক্ষণের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন এবং প্রশিক্ষণের জন্য যতগুলো সেলাই মেশিন প্রয়োজন হবে তিনি তা প্রদানের আশ্বাস দিয়েছেন। এর পাশাপাশি প্রশিক্ষণ প্রাপ্ত প্রতিবন্ধীদেরও সেলাই মেশিন প্রদান করাসহ রাঙ্গামাটি বধির কল্যাণ সমিতি ও বধির বিদ্যালয়কে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।