ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ’র উদ্যোগে
মাটিরাঙ্গায় এইচএসসি পরিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও আলোচনা সভা
॥ দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি ॥
ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ মাটিরাঙ্গা উপজেলা শাখা ও কলেজ শাখার যৌথ উদ্যোগে এইচএসসি পরিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় গুইমারা উপজেলা পরিষদে ২য় বারের মতো মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ায় ঝর্না ত্রিপুরাকেও টিএসএফ মাটিরাঙ্গা উপজেলা ও কলেজ শাখার পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকালে “ফাইদি বাকসা চুং যত লেখাপড়া সুরুংন, য়াক বাকসা রমলায়ৈ জাতিনি সামুং তাংলাইন” স্লোগানে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের মাটিরাঙ্গা আঞ্চলিক কার্যালয়ের মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি প্রবাস কান্তি ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরনজয় ত্রিপুরা। এসময় গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্না ত্রিপুরা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেমেন্দ্র ত্রিপুরা, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান খোকনেশ্বর ত্রিপুরা খুমুই, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের মাটিরাঙ্গা আঞ্চলিক শাখার প্রতিনিধি শ্যামল ত্রিপুরা, টিএসএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি নয়ন ত্রিপুরা, চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি স্নেহময় ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা শাখার সাবেক সভাপতি কান্ত মনি ত্রিপুরা প্রমুখ।
অনুষ্ঠানে সংগঠনের মাটিরাঙ্গা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আশিক রঞ্জন ত্রিপুরার সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনে উপজেলা শাখার শিক্ষা বিষয়ক সম্পাদক দিগেন্দ্র ত্রিপুরা। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা শাখার ছাত্রী বিষয়ক সম্পাদক ঝরনা ত্রিপুরা।
সভা শেষে এইচএসসি পরিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা। এসময় উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।