[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বড়ুয়া জনগোষ্ঠীর সদস্যরা বৈষম্যের শিকার এটা সত্য কথা: রাঙ্গামাটি জেলা প্রশাসকবান্দরবানে ইউপিডিএফ গণতান্ত্রিক এর প্রতিষ্ঠাতা তপন জ্যোতি’র ৭ম মৃত্যুবার্ষিকী পালনরাঙ্গামাটির লংগদু উপজেলার করল্যাছড়ি ব্রিজ ভেঙ্গে যেতে পারে পড়ার যে কোন সময়খাগড়াছড়ির দীঘিমালায় হর্টিকালচার সেন্টার’র চাষীদের মাঝে চারা বিতরণবান্দরবানের আলীকদমে ইয়াবা সেবন, কৃষক দলের সভাপতি আলম সহ আটক ৪খাগড়াছড়ির মাটিরাঙ্গায় তামাক চুল্লিতে আগুন, ব্যাপক ক্ষতিবাঘাইছড়ির মারিশ্যা ২৭ বিজিবি’র উদ্যোগে বিদ্যালয়ে নগদ অর্থ প্রদানবান্দরবানের রুমার মুনলাই পাড়ায় অসহায়দের জন্য সেনাবাহিনীর চিকিৎসা সেবা প্রদানখাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে তরুণী ধর্ষণ ঘটনায় আটক ২ জন স্বেচ্ছাসেবক দলের নেতানায়েক রাসেলের গুড সার্ভিস পুলিশ ব্যাজ ও সনদপত্র অর্জন
[/vc_column_text][/vc_column][/vc_row]

মানিকছড়িতে যাতে সম্প্রীতি বিনষ্ট না হয় সেদিকে সঁজাগ দৃষ্টি রাখার আহবান

৭২

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

মানিকছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী’র সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ হাফিজ উদ্দিন’র সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম বাবুল, ১নং মানিকছড়ি ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান ফারুক, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাছিনুর রহমান, ইফা সুপারভাইজার মাঃ ইউছুফ বাহার, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন, সনাতন সমাজ কল্যান পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সজল বরণ সেন, খ্রিষ্টান ধর্মের প্রতিনিধি যাযক শিমন ত্রিপুরা বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা বলেন, সুদীর্ঘকাল থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নিদর্শন বহন করছে বাংলাদেশ। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সকল সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে বাংলাদেশ স্বাধীন করেছিল। জাতির পিতা বঙ্গবন্ধু বলেছিলেন, ‘বাংলার মাটিতে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ বাংলাদেশে যারা বসবাস করেন, সবাই এদেশের নাগরিক। অতিসম্প্রতি শারদীয় দুর্গোৎসবকে ঘিরে দেশের বিভিন্ন স্থানে পূজামণ্ডপ ভাংচুর-অগ্নিসংযোগ ও বাড়িঘর লুটপাট করেছে একদল সাম্প্রদায়িক গোষ্ঠী। যা মোটেই কাম্য নয়। তবে এক্ষেত্রে ব্যতিক্রম মানিকছড়ি। অত্র উপজেলার কোথাও কখনও কোনো ধর্মের মানুষের সাথে সংঘাত হয়নি। তাই আমাদের এ উপজেলায় সম্প্রীতি যাতে বিনষ্ট না হয় সেদিকে সঁজাগ দৃষ্টি রাখতে হবে। এছাড়া কোনো অপশক্তি যেন আমাদের এমন বন্ধন ছিন্ন করতে না পারে সেই দিকে খেয়াল রাখার জন্য সকলের প্রতি আহবান জানান বক্তারা।